বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তিন বছরের শিশুর

বাড়ির মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুপুত্রের গুরুতর আহত হয়েছে তার বাবা ও মা। শনিবার দুর্ঘটনাটি ঘটে আমডাঙা থানার গজবন্তপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম সাকিবুল হোসেন (৩)। রবিবার ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরুণ হালদার। জেলার পুলিশ সুপার আন্নাপা ই বলেন, ‘‘কীভাবে ওই বাড়িতে আগুন লাগল, এই ঘটনার পিছনে কারা রয়েছেন সেটা আমরা তদন্ত করে দেখছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ০২:৫৪
Share:

বাড়ির মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুপুত্রের গুরুতর আহত হয়েছে তার বাবা ও মা। শনিবার দুর্ঘটনাটি ঘটে আমডাঙা থানার গজবন্তপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম সাকিবুল হোসেন (৩)।

Advertisement

রবিবার ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরুণ হালদার। জেলার পুলিশ সুপার আন্নাপা ই বলেন, ‘‘কীভাবে ওই বাড়িতে আগুন লাগল, এই ঘটনার পিছনে কারা রয়েছেন সেটা আমরা তদন্ত করে দেখছি।’’

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে নিজেদের বাড়িতে জাহাঙ্গির হোসেন এবং টুম্পা বিবি তাদের শিশুপুত্র সাকিবুলকে নিয়ে ঘুমোচ্ছিলেন। তখন বাড়িতে আগুন লেগে যায়। পুড়ে যায় ঘরে থাকা আসবাবপত্র। প্রাণে বাঁচতে শিশুপুত্রকে নিয়ে বাইরে বেরোতে গিয়ে গিয়ে দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে শিশুপুত্র-সহ তিন জনকেই অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার বিকেলে মৃত্যু হয় তার।

Advertisement

জাহাঙ্গিরের এক ভাই লিখিত অভিযোগ করলেও সেখানে নির্দিষ্ট কারও নাম নেই। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, জাহাঙ্গির হোসেনের অন্য এক ভাইয়ের সম্প্রতি বিয়ে ঠিক হলেও পরে সেই সম্পর্ক ভেঙে যায়। এর পরে জাহাঙ্গিরের সঙ্গে তার অশান্তি শুরু হয়। তার জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনার পর থেকেই ওই ব্যক্তি এলাকাছাড়া। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement