Arabul Islam

Arabul Islam: আরাবুলকে ‘দালাল’ বলে তৃণমূলেরই অন্য গোষ্ঠীর মিছিল ভাঙড়ে

কর্মিসভায় যোগ দেওয়ার পথে মিছিল থেকে আরাবুলকে আইএসএফ এবং বিজেপি-র ‘দালাল’ বলে স্লোগান তোলেন তৃণমূল নেতা সত্যজিৎ মণ্ডল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাঙড়  শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১২:৪৯
Share:

আরাবুল ইসলামকে তোপ সত্যজিৎ মণ্ডল। —নিজস্ব চিত্র

আরাবুল ইসলাম আইএসএফ এবং বিজেপি-র ‘দালাল’। ভাঙড়ের বুকে মিছিল করে এমনই স্লোগান দিলেন তৃণমূলের ভিতরেই আরাবুল-বিরোধীরা। শনিবার ভাঙড়ের ব‍্যাওতা ১ নম্বর অঞ্চলের তৃণমূল নেতারা একটি কর্মিসভার আয়োজন করেন। সেই সভায় মিছিল করে যোগ দেন ব‍্যাওতার তৃণমূল নেতা সত‍্যজিৎ মণ্ডল। সেই মিছিলেই ওঠে আরাবুল-বিরোধী স্লোগান। সত্যজিতের তোলা ওঠা এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন আরাবুল।

Advertisement

কর্মী এবং সমর্থকদের নিয়ে শনিবার মিছিল করে ভাঙড়ের ব‍্যাওতার কর্মিসভায় যোগ দেন সত্যজিৎ। তিনি ব‍্যাওতা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। ওই কর্মিসভায় ছিলেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজাউল করিমও। কর্মসূচিতে যোগ দেওয়ার পথে সেই মিছিলেই আরাবুলকে আইএসএফ এবং বিজেপি-র ‘দালাল’ বলে স্লোগান তোলেন তিনি। সত্যজিতের ব্যাখ্যা, ‘‘আরাবুল মানে ভাঙড়ের মাটিতে একটা দালাল চক্র। ও এর আগে রেজ্জাক মোল্লাকে হারানোর চেষ্টা করেছিল। আবার ভাঙড়ে রেজাউল করিমের মতো এক জন ভাল প্রার্থীকেও হারানো হল। আমরা আরাবুলকে আইএসএফ নেতা এবং বিজেপির দালাল বলে ঘোষণা করছি। ওকে উৎখাত করার ডাক দিয়েছি। আরাবুলকে ভাঙড়ের মাটি থেকে সরাতে চাই।’’

সত্যজিতের মতো অতটা স্পষ্ট করে অভিযোগ না করলেও, ভাঙড় ২ নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি আবদুর রহিম বলেন, ‘‘ভোটের সময় কিছু অসৎ কর্মীর অন্তর্ঘাতের জন্যই ভাঙড়ে জিততে পারেনি তৃণমূল। দলের উচ্চস্তরের নেতৃত্ব বিষয়টি ভালই জানেন। আশা করি, ঠিক সময়েই ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

দলের একাংশের এই অভিযোগকে গুরুত্ব দিতে অবশ্য নারাজ আরাবুল। তাঁর কথায়, ‘‘কে কী বলছেন তাতে কিছুই আসে যায় না। ভাঙড়ের মানুষ এবং দল কী বলছে, সেটাই বড় কথা। আরাবুল কী করেছেন, না করেছেন ভাঙড়ের মানুষ জানেন। ফালতু মন্তব্যের প্রেক্ষিতে কোনও কথা বলতে চাই না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন