Police commissioner

CP at Maidan: সাতসকালে সাদা পোশাকে সাইকেল চালিয়ে ময়দানে পুলিশ কমিশনার, সঙ্গে গোয়েন্দা প্রধানও

কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রর সঙ্গে ছিলেন গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ও ডিসি সাউথ আকাশ মাঘরিয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১১:১২
Share:

বাঁ দিকে সৌমেন মিত্র, ডান দিকে মুরলীধর শর্মা। নিজস্ব চিত্র।

রবিবার ছুটির দিনে ময়দান এলাকায় প্রাতঃভ্রমণকারীদের ভিড়। হঠাৎ সবাই দেখলেন সেখানে সাদা পোশাকে হাজির কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। সঙ্গে রয়েছেন গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ও ডিসি সাউথ আকাশ মাঘরিয়া। সাদা পোশাক তো বটেই, পুলিশের গাড়িতে নয়, বরং অনেকের মতো সাইকেল চালিয়ে সেখানে গিয়েছেন তাঁরা।

Advertisement

কিন্তু হঠাৎ এ ভাবে সাতসকালে ময়দানে কমিশনার ও পুলিশের অন্যান্য আধিকারিকরা গেলেন কেন?

আসলে ময়দান এলাকায় ছিনতাইয়ের অভিযোগ উঠছে বেশ কয়েক দিন ধরে। কিছু দিন আগেই প্রাতঃভ্রমণে বেরিয়ে বড়বাজারের এক যুবক ছিনতাইবাজের পাল্লায় পড়েন। আরও কয়েক বার এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে আতঙ্কের মধ্যে প্রাতঃভ্রমণকারীরা। কলকাতা পুলিশের তরফে যদিও ময়দান এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সকাল থেকেই চলছে পুলিশের টহলদারি। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চেহারাটা কী সেটা সরেজমিনে দেখতে গিয়েছিলেন পুলিশ কমিশনার ও অন্যান্য আধিকারিকরা। তাই আগে থেকে কোনও খবর না দিয়েই সেখানে চলে যান তাঁরা। ভিক্টোরিয়া মেমোরিয়াল-সহ বিভিন্ন এলাকা খতিয়ে দেখে।

Advertisement

সাইকেলে চেপে হাজির আধিকারিকরা

প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলতেও দেখা যায় আধিকারিকদের। তাঁদের কোনও অভিযোগ রয়েছে কি না তাও শোনেন পুলিশ কর্তারা। কমিশনার ও অন্যান্য আধিকারিকদের এই উদ্যোগে তাঁরা খুশি বলেই জানিয়েছেন প্রাতঃভ্রমণকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন