রাস্তায় নেত্রীকে ‘হেনস্থা’ দলেরই সমর্থকের

১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবযানী চক্রবর্তী পুলিশকে অভিযোগে জানান, বিটি রোডের ধারে কয়েকটি দোকান থেকে প্রতি মাসে ৭০০ টাকা করে ‘তোলা’ আদায় করেন ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, দলেরই কর্মী পার্থপ্রতিম ঘোষাল-সহ কয়েক জন। এ দিন খবর পেয়ে সেখানে যান দেবযানী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৭ ০০:৫২
Share:

প্রতীকী ছবি।

অভিযোগ, দোকানদারদের থেকে ‘তোলা’ আদায় করছিলেন তৃণমূলের কয়েক জন কর্মী। রাস্তায় দাঁড়িয়ে দোকানদারদের তা দিতে বারণ করেন দলেরই এক মহিলা কাউন্সিলর। অভিযোগ, কথাবার্তা চলার সময়ে আচমকা দলেরই কর্মী এক যুবক এসে কাউন্সিলরকে হেনস্থা করেন। তাঁকে গালিগালাজ করে ধাক্কা মেরে ফেলে দেন। পুলিশের কাছে ওই কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর।

Advertisement

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কামারহাটিতে। স্থানীয় নেতৃত্বের একাংশ মনে করছেন, এই ঘটনায় ফের সামনে এল ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রাক্তন বিধায়ক মদন মিত্র বলেন, ‘‘আমি কোনও গোষ্ঠীতে নেই। সব শুনেছি। সকলের সঙ্গে কথা বলব।’’

১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবযানী চক্রবর্তী পুলিশকে অভিযোগে জানান, বিটি রোডের ধারে কয়েকটি দোকান থেকে প্রতি মাসে ৭০০ টাকা করে ‘তোলা’ আদায় করেন ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, দলেরই কর্মী পার্থপ্রতিম ঘোষাল-সহ কয়েক জন। এ দিন খবর পেয়ে সেখানে যান দেবযানী। তিনি বলেন, ‘‘দোকানদারেরা জানান, দোকান বসানোর সময়ে ১০-১২ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। তার পরও মাসিক টাকা দিতে হচ্ছে।’’ দেবযানীর কথায়, ‘‘অন্য ওয়ার্ড থেকে আমার এলাকায় এসে তোলাবাজি চলবে না। দোকানদারদের তা দিতে বারণ করেছি।’’

Advertisement

দেবযানীর দাবি, তিনি গোটা ঘটনাটি ভিডিও রেকর্ডিং করছিলেন। দূর থেকে দেখছিলেন পার্থপ্রতিম। দেবযানীর অভিযোগ, আচমকাই ওই যুবক এসে তাঁকে গালিগালাজ করেন। ধাক্কা মেরে ফেলে দেন। যদিও পার্থপ্রতিমের দাবি, ‘‘কাউন্সিলরই তোলা আদায়ের চেষ্টা করছিলেন। তা শুনে প্রতিবাদ করি।’’

দেবযানী আরও বলেন, ‘‘বিষয়টি জেনেও বসে মিটিয়ে নিতে বলেছেন চেয়ারম্যান গোপাল সাহা। প্রকাশ্যে কোনও মহিলাকে অপমান করা হলে উনি কী ভাবে বসে মিটিয়ে নিতে বলেন?’’ গোপালবাবু বলেন, ‘‘প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে যা জেনেছি তাতে থানায় অভিযোগ করার কিছু নেই। অল্প কথা-কাটাকাটি হয়েছে। তাই বসে মিটিয়ে নিতে বলি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন