নিজস্ব চিত্র
উত্তর ২৪ পরগনায় কাঁচরাপাড়ায় তৃণমূল কাউন্সিলরের স্বামীর উপর হামলার অভিযোগ উঠল দলেরই কয়েক জন কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। কাঁচরাপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি বণিকের স্বামী খোকন বণিকের উপর হামলা চালানো হয়েছে বলে খবর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াতেই বীজপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
রবিবার স্থানীয় দলীয় কার্যালয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন বেবি ও খোকন। সেখানেই খোকনের উপর বাবুয়া নামে এক ব্যক্তি হামলা চালান বলে অভিযোগ। খোকন জানান, বন্দুকের বাট দিয়ে মাথায় জো়রে আঘাত করা হয়েছে। কাউন্সিলরের সমর্থকদের বক্তব্য, বাবুয়াও স্থানীয় তৃণমূল নেতা। কী কারণে এই আক্রমণ, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে বাবুয়া ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কাউন্সিলরের বাড়িতে বোমা হামলার অভিযোগ রয়েছে।
খোকনের উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। যদিও কাউন্সিলরের স্বামীর উপর হামলার কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি এখনও।