ঢোলাহাটে ব্যবসায়ী খুনে ধৃত ২

ঘটনার মাস খানেক পরে ঢোলাহাটে ছাগল ব্যবসায়ী খুনের কিনারা করল সিআইডি। এই ঘটনায় সোমবার সন্ধ্যায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মইমুর লস্কর এবং শেখ সাবির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ০১:২৩
Share:

ঘটনার মাস খানেক পরে ঢোলাহাটে ছাগল ব্যবসায়ী খুনের কিনারা করল সিআইডি। এই ঘটনায় সোমবার সন্ধ্যায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মইমুর লস্কর এবং শেখ সাবির। দড়ি কৌতলার বাসিন্দা ওই দু’জন পেশায় রংমিস্ত্রি। সোমবার তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার ভবানীভবনে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তের পরে সিআইডির দাবি, টাকার লোভে ঠান্ডা মাথায় ওই ছাগল ব্যবসায়ীকে খুন করা হয়েছিল। তবে খুনের পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্কও থাকতে পারে বলে দাবি তাদের।

Advertisement

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মাস আগে ঢোলার লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা রউফ লস্কর চায়ের দোকানে বসে ছাগল কিনতে যাওয়ার কথা আলোচনা করছিলেন। তাঁর কাছে নগদ ৫০ হাজার টাকা ছিল। সেখানেই ছিল মইমুর এবং সাবির। মইমুর হল রউফের মামাতো ভাই। তারা রউফের সঙ্গে যাবে বলে জানায়। এরপরে পথেই রউফকে গলা টিপে খুন করা হয়। দেহটি ভাজনার দিকে ফেলে দেওয়া হয়।

খুনের পরের দিন লক্ষ্মীনারায়ণপুর এবং ভাজনা গ্রামের মাঝখানে ওই ব্যবসায়ীর দেহ মেলে। তারপর থেকেই এলাকায় অশান্তি শুরু হয়। ঘটনার দিন কয়েক পরে থানা ভাঙচুর থেকে শুরু করে গাড়িতে আগুন ধরানোর ঘটনা পর্যন্ত ঘটেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement