দুই জা পালালেন প্রতিবেশী ঠাকুরপোর সঙ্গে! গ্রাফিক: আনন্দবাজার ডট কম (এআই প্রণীত)।
বাড়ির দুই বৌয়ের সঙ্গে প্রেম করতেন এক প্রতিবেশী। সোমবার সন্ধ্যায় দু’জনকে নিয়েই ওই যুবক পালিয়ে গিয়েছেন! মঙ্গলবার এই মর্মে বাগদা থানায় অভিযোগ দায়ের করল এক পরিবার। শুধু তাই নয়, অভিযোগ বাড়ির এক খুদে সদস্যও রয়েছেন দুই জায়ের কাছে। এমন অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল পুলিশ।
উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দা ইয়াসিন শেখ এবং আনিসুর শেখ। সম্পর্কে তাঁরা সহোদর। দু’জনেই বিবাহিত। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা এবং চার মেয়ে। ছোট ভাই আনিসুরের অভিযোগ, তাঁর স্ত্রী এবং বৌদির সঙ্গে ওই গ্রামেরই বাসিন্দা আরিফ মোল্লা প্রেম করতেন। সোমবার বাড়ির দুই বৌকে নিয়ে পালিয়েছেন সেই যুবক। তার আগে আরিফের দেওয়া কোনও ওষুধ চায়ের সঙ্গে মিশিয়ে তিন মেয়ে এবং শ্বশুর-শাশুড়িকে খাইয়েছেন বাড়ির দুই বৌ। চা খেয়ে পাঁচ জন অচেতন হয়ে পড়ার পর ছোট মেয়েকে সঙ্গে করে আরিফের হাত ধরে পালিয়ে গিয়েছেন বাড়ির দুই বৌ।
ওই যুবক জানান, গত সোমবার সন্ধ্যায় গ্যারাজের কাজ সেরে বাড়ি ফিরে তিনি দেখেন বাবা-মা এবং তাঁর তিন মেয়ে অচেতন হয়ে ঘরে পড়ে আছেন। ডাকাডাকি করে স্ত্রীর খোঁজ পাননি। বৌদিকেও পাননি। দেরি না করে পাড়ার লোকজনকে ডেকে বাবা-মা এবং তিন মেয়েকে নিয়ে তিনি বাগদা গ্রামীণ হাসপাতালে যান। ভর্তি করান সকলকে। মঙ্গলবার সকালে বাবার জ্ঞান ফেরে। তখন তিনি জানিয়েছেন, গত সন্ধ্যায় তাঁদের বাড়িতে আরিফ এসেছিলেন। তিনি বাড়ির দুই বৌকে কিছু একটা দিয়ে গিয়ে চলে যান। কিছু ক্ষণ পরে চা বানিয়ে এনেছিলেন দুই বৌমা। চায়ে চুমুক দেওয়ার কিছু ক্ষণ পর থেকে তাঁরা অচেতন হয়ে পড়েন।
এর পর থানায় অভিযোগ করেছেন ইয়াসিনরা। তাঁদের অভিযোগ, বাড়ির দুই বৌকে নিয়ে পালিয়েছেন আরিফ। সঙ্গে বাড়ির এক খুদে সদস্যকেও নিয়ে গিয়েছেন তাঁরা। মঙ্গলবার এই মর্মে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আনিসুর। তিনি বলেন, ‘‘এর আগেও বৌদি এবং আমার স্ত্রীকে নিয়ে আরিফ মোল্লা পালিয়ে গিয়েছিল। বাচ্চাদের কথা ভেবে ওদের ফিরিয়ে এনেছিলাম। কিন্তু এ বার চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে বাবা-মা, দাদার দুই মেয়ে এবং দাদার এক মেয়েকে অচেতন করে স্ত্রী ও বৌদি পালিয়ে গিয়েছে। আরিফের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’
অন্য দিকে, অভিযুক্ত আরিফও বিবাহিত। তাঁর স্ত্রী সোনিয়া মোল্লাও স্বামীর শাস্তি চান। সঙ্গে আনিসুর এবং ইয়াসিনের স্ত্রীরও শাস্তি চেয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘আমার একটা জীবন আছে। আমার বাচ্চাদের জীবন আছে। আমি জানতাম, ওদের সঙ্গে বরের সম্পর্ক আছে। দুই বৌকে একসঙ্গে নিয়েই পালিয়েছে আরিফ। ওর শাস্তি হোক, সেটাই চাই।’’
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে চার জনের খোঁজ শুরু হয়েছে।