প্রৌঢ়ের অপমৃত্যু, গ্রেফতার স্ত্রী ও ছেলে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অজিত দাস (৫৫)। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার সোহায় দাসপাড়া এলাকায়। পারিবারিক অশান্তির জেরেই অজিতবাবুকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতের ভাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৯ ০৩:০৬
Share:

প্রতীকী চিত্র।

এক প্রৌঢ়কে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর স্ত্রী ও ছেলেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অজিত দাস (৫৫)। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার সোহায় দাসপাড়া এলাকায়। পারিবারিক অশান্তির জেরেই অজিতবাবুকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতের ভাই।

Advertisement

ধৃত ছেলে গোবর্ধন দাস ও স্ত্রী করুণা দাসকে শুক্রবার আদালতে তোলা হয়। তাঁদের চার দিন পুলিশি হেফাজত রাখার নির্দেশ দিয়েছেন বারাসত জেলা আদালতের বিচারক। দেগঙ্গা থানার আধিকারিক সুমিত মণ্ডল এ দিন বলেন, ‘‘পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ময়না-তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই সবটা জানা যাবে।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ভ্যানচালক অজিতের তিন ছেলে ও পাঁচ মেয়ে। গোবর্ধন বাবার সঙ্গেই থাকতেন। দিন চারেক আগে গোবর্ধনের তিন মাসের সন্তান মারা যায়। সেই কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে নাম-সংকীর্তনের আয়োজন করেছিলেন অজিত। প্রতিবেশীরা জানান, সে দিন দুপুরে ও সন্ধ্যায় করুণার সঙ্গে ঝগড়া হয় তাঁর। এর পরে সন্ধ্যায় কীর্তনের দলের লোকজন বাড়িতে এসে অজিতের খোঁজ করতে গিয়ে দেখেন, ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে।

Advertisement

অজিতের ভাই তারক দাসের অভিযোগ, ওই দু’জন মিলেই তাঁর দাদাকে খুন করেছেন। এ দিন তারক বলেন, ‘‘দাদার গলায় ফাঁসের ও শরীরে মারধরের দাগ ছিল। দাদাকে ছেড়ে আমার বৌদি অন্যত্র চলে গিয়েছিলেন। মাঝেমধ্যেই এসে দাদাকে মারধর করতেন।’’

তবে অজিতের মেয়ে চৈতালি সিংহের দাবি, ‘‘এই ঘটনায় আমার মা ও ভাই দোষী নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement