রক্তের ভুল গ্রুপ, তুলকালাম

রক্তের গ্রুপ ভুল নির্ণয় করেছিল পিপিপি মডেলের একটি ডায়গনস্টিক সেন্টার। জানতে পেরে ক্ষুব্ধ জনতা তালা ঝুলিয়ে দিল স্বরূপনগরের শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালের মধ্যে ওই সেন্টারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০২:০৬
Share:

রক্তের গ্রুপ ভুল নির্ণয় করেছিল পিপিপি মডেলের একটি ডায়গনস্টিক সেন্টার। জানতে পেরে ক্ষুব্ধ জনতা তালা ঝুলিয়ে দিল স্বরূপনগরের শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালের মধ্যে ওই সেন্টারে।

Advertisement

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের বিথারীর বাসিন্দা রাজীব বিশ্বাসের স্ত্রী মারুফা বিবি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বসিরহাটের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের আগে চিকিৎসক অন্তঃসত্ত্বা ওই মহিলার রক্তের গ্রুপ নির্ণয় করতে বলেন। সেই মত মারুফার রক্ত পরীক্ষার জন্য ওই সেন্টারে দেওয়া হয়।

রাজীববাবু জানান, রিপোর্টে বলা হয়, স্ত্রীর রক্ত বি-পজেটিভ গ্রুপের। চিকিৎসক রিপোর্ট দেখার পরে সন্দেহ প্রকাশ করলে আরও দু’টি জায়গা থেকে স্ত্রীর রক্ত পরীক্ষা করা হয়। দেখা যায়, রক্তের গ্রুপ এ পজেটিভ।

Advertisement

ঘটনার কথা জানাজানি হলে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালের মধ্যে পিপিপি মডেলে গড়ে তোলা ওই ডায়গনস্টিক সেন্টারের কর্মীদের বিরুদ্ধে আগেও ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। অবিলম্বে এ বিষয়ে অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলে বড় কোনও বিপদ ঘটে যেতে পারে। এ বিষয়ে ওই হাসপাতালের চিকিৎসক তথা স্বরূপনগরের বিএমওএইচ সুমন্তনাথ মণ্ডল বলেন, ‘‘সেন্টারের রেজিস্টারে রক্তের গ্রুপ এ পজেটিভই লেখা হয়েছে। অথচ, রোগিণীকে দেওয়া রিপোর্টে লেখা ছিল বি পজেটিভ।’’ সুমন্তবাবু জানান, সেন্টারে ভাঙচুরেরও চেষ্টা হয়েছে। কোনও মতে জনতাকে বুঝিয়ে নিরস্ত করা গিয়েছে। লিখিত অভিযোগ পেয়ে আপাতত ওই সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানানো হয়েছে।

পরীক্ষাগারের কোনও কর্মীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি বসিরহাটের বদরতলায় একটি ডায়গনস্টিক সেন্টার এক প্রসূতির আলট্রাসনোগ্রাফি পরীক্ষা করে জানিয়েছিল, গর্ভে একটি সন্তান আছে। কিন্তু বসিরহাট হাসপাতালে অস্ত্রোপচারের পরে জানা যায়, সন্তান দু’টি। যার একজন আগেই মারা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন