Harassment in Hospital

সরকারি হাসপাতালে প্রশিক্ষণ নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার মহিলা! গ্রেফতার গ্রুপ ডি কর্মী

নির্যাতিতার অভিযোগের সূত্রে জানা গিয়েছে, বনগাঁ পুলিশ জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে গত ৩ ডিসেম্বর ফার্মাসিস্টের প্রশিক্ষণ নিতে যান ওই মহিলা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০
Share:

— প্রতীকী চিত্র।

সরকারি হাসপাতালে ফার্মাসিস্টের প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন এক মহিলা। তাঁকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাসপাতালেরই গ্রুপডি কর্মীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরনার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে হাসপাতালের ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নির্যাতিতার অভিযোগের সূত্রে জানা গিয়েছে, বনগাঁ পুলিশ জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে গত ৩ ডিসেম্বর ফার্মাসিস্টের প্রশিক্ষণ নিতে যান ওই মহিলা। মহিলার অভিযোগ, সোমবার তিনি যখন দন্ত চিকিৎসা বিভাগের শৌচালয়ে গিয়েছিলেন, তখন হাসপাতালের গ্রুপ ডি এক কর্মী শ্লীলতাহানি করেন তাঁর।

‘নির্যাতিতা’র আরও অভিযোগ, শৌচালয় থেকে তিনি যখন বেরিয়ে আসেন, তখনও তাঁর উদ্দেশে অশালীন মন্তব্য করেন ওই কর্মী। এর পরেই ‘নির্যাতিতা’ গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement