Rape And Murder Case

বাড়ির সামনে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ নোদাখালিতে! দেহ উদ্ধার করল পুলিশ, আটক এক

পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময়ের মধ্যে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। বেশ কিছু ক্ষণ পরে নির্যাতিতার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি বাগান থেকে তাঁর অর্ধনগ্ন দেহ উদ্ধার করেন স্থানীয়েরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৩০
Share:

—প্রতীকী চিত্র।

বাড়ির সামনে থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকায়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। রবিবার সকালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এক ব্যক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

Advertisement

পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময়ের মধ্যে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। বেশ কিছু ক্ষণ পরে নির্যাতিতার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি বাগান থেকে তাঁর অর্ধনগ্ন দেহ উদ্ধার করেন স্থানীয়েরা। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

খবর পেয়ে নোদাখালি থানার পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ। রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মৃত্যু নিয়ে এখনই কিছু বলতে চায়নি পুলিশ। দেহ ময়নাতদন্তের পরে সঠিক কারণ জানা যাবে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। ধর্ষণ করে খুন না কি অন্য কোনও ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে বাগান সংলগ্ন একটি বাড়ি সিল করেছে তারা। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নোদাখালি থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement