Duttapukur

দানের জমিতে তৃণমূলের কার্যালয় খোলার চেষ্টা, তালা ঝোলালেন মহিলারা

স্থানীয় সূত্রের খবর, দত্তপুকুর ১ পঞ্চায়েতের অন্তর্গত ২২২ নম্বর পার্টে কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেই। স্থানীয় ননীগোপাল চৌধুরী মৃত্যুর আগে জমি দান করেছিলেন স্কুল বা পার্ক তৈরির জন্য।

Advertisement

ঋষি চক্রবর্তী

দত্তপুকুর শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ০৮:৫৫
Share:

প্রতিবাদ: ঝোলানো হয়েছে তালা। নিজস্ব চিত্র

তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় কিছু মহিলা। রবিবার ঘটনাটি ঘটেছে দত্তপুকুর খানার পূর্বাচলে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, দত্তপুকুর ১ পঞ্চায়েতের অন্তর্গত ২২২ নম্বর পার্টে কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেই। স্থানীয় ননীগোপাল চৌধুরী মৃত্যুর আগে জমি দান করেছিলেন স্কুল বা পার্ক তৈরির জন্য। পরে সেই জমিতে ভবন তৈরি করে পঞ্চায়েত। আশ্বাস দেওয়া হয়েছিল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে। গত কয়েকদিন ধরে রং করা হয় ভবনটিতে। দেওয়ালের লেখা দেখে স্থানীয় মানুষ জানতে পারেন, দানের জমিতে তৈরি হচ্ছে তৃণমূলের কার্যালয়।

এতে ক্ষুব্ধ হন এলাকাবাসী। রবিবার সকালে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কার্যালয় উদ্বোধন করার আগেই বিক্ষোভ দেখিয়ে তালা ঝুলিয়ে দেন স্থানীয় কিছু মহিলা। দত্তপুকুর ১ পঞ্চায়েত এলাকার তৃণমূলের কিছু মহিলা কর্মীও সামিল হন বিক্ষোভে।

Advertisement

পরিস্থিতি বেগতিক বুঝে তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য অন্তরা যাদব, তাঁর স্বামী শুকদেব যাদব ও তাঁর অনুগামীরা আর উদ্বোধনে আসেননি। তৃণমূলের মহিলা কর্মী বেবি দাস চক্রবর্তী বলেন, ‘‘এলাকায় অঙ্গনওয়াড়ি স্কুল দরকার। ননী চৌধুরী জমি দান করেছিলেন স্কুল বা শিশুদের পার্ক তৈরির জন্য। দলের কার্যালয় তৈরির জন্য নয়। সে কারণে তালা দিয়েছি।’’ স্থানীয় বাসিন্দা রিঙ্কু দাস বলেন, ‘‘দলের অফিস তৈরির জন্য তো কেউ জমি দান করেননি। স্কুল তৈরি হবে শুনেছিলাম। রাতারাতি পার্টি অফিস তৈরি করায় তালা ঝুলিয়ে দিয়েছি।’’

স্থানীয় তৃণমূল নেতা শুকদেব বলেন, ‘‘গত চার বছর ধরে ওখানে দলের কাজকর্ম চলছিল। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠান করতে চেয়েছিলাম। বিরোধীদের উস্কানিতে বিক্ষোভ করেছেন যাঁরা, তাঁরা এখন তৃণমূলের কেউ নন।’’ তাঁর দাবি, দলীয় কার্যালয়ে স্কুল করা যায় না। স্কুলের জন্য অন্য জায়গা আছে। ননীগোপাল চৌধুরী জমি কাউকে লিখে দেননি। তাঁর কোনও উত্তরসূরিও নেই। তবে আপাতত ওই ভবনে দলের কাজকর্ম চালিয়ে যাওয়া হবে কি না তা নিয়ে মন্তব্য করেননি শুকদেব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন