সাব স্টেশনের কাজ থমকে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সোনাখালিতে ১৩২ কেবি বিদ্যুতের সাব স্টেশন তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সামসুল হুদা

বাসন্তী শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০১:৩৫
Share:

সোনাখালিতে ১৩২ কেবি বিদ্যুতের সাব স্টেশন তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সোমবার পৈলানে প্রশাসনিক বৈঠকে গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সোনাখালি সাব স্টেশন তৈরি নিয়ে সমস্যার কথা জানান। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দফতরকে উদ্দেশ্য করে বলেন, ‘‘সাত দিনের মধ্যে সমস্যা সমাধান করে কাজ শুরু করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘কয়েকটা বাজে লোক আছে, তারা চায় না কাজটা হোক। কয়েকটা লোক যা ইচ্ছে তাই করবে, বিদ্যুৎ উৎপাদন হবে না, বিদ্যুৎ পরিষেবার কাজ বন্ধ করে দেবে, তা হবে না। বাংলা অন্ধকারে ঢেকে থাকবে, তা মেনে নেব না।’’

কয়েক বছর আগে গোসাবা, বাসন্তী, ক্যানিং-সহ বিস্তীর্ণ এলাকায় বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগ দিতে ও লো ভোল্টেজের সমস্যা কাটাতে বাসন্তীর সোনাখালিতে ১৩২ কেবি বিদ্যুতের সাব স্টেশন তৈরির সিদ্ধান্ত হয়। সেই মতো কাজ শুরু হয়। প্রায় ৯০ শতাংশ কাজ শেষের পথে। অভিযোগ, সব কিছু প্রায় শেষ হয়ে যাওয়ার পরে সুভাষগ্রামে হাইটেনশন লাইনের তার টাঙানোর জন্য টাওয়ার বসাতে গিয়ে স্থানীয় কিছু লোকজন ক্ষতিপূরণের দাবি জানিয়ে কাজে বাধা দেয়। তার জেরেই থমকে গিয়েছে সাব স্টেশন তৈরির কাজ। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘ দিন ধরে সোনাখালি বিদ্যুতের সাব স্টেশনের কাজ ঢিমে তালে চলছে। বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, ১৫৬টি হাইটেনশন টাওয়ারের মধ্যে মাত্র ৮টি টাওয়ার তৈরির কাজ বাকি। বিদ্যুৎ দফতরের ডব্লিউবিএসিটিসিএল-এর সুপারিন্টেন্ডেন্ট রামপ্রসাদ মণ্ডল বলেন, ‘‘ওই সাব স্টেশন তৈরির কাজ প্রায় শেষের পর্যায়ে। স্থানীয় কিছু সমস্যার কারণে কাজ থমকে গিয়েছে। আশা করছি, দু’এক দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। ’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন