Coronavirus

দুর্ঘটনার কবলে শ্রমিকদের গাড়ি

শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের টাকি রাস্তার পাশে ন্যাড়া বটতলায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২০ ০২:২৩
Share:

গাড়ির মাথায় ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। —নিজস্ব চিত্র

উত্তরপ্রদেশ থেকে ইটভাটায় কাজ করতে এসে আটকে পড়েছিলেন কিছু শ্রমিক। তাঁদেরই মধ্যে কয়েক জন একটি গাড়ি ভাড়া করে ফেরার চেষ্টা করেছিলেন। পথে ঘটে দুর্ঘটনা। তবে তেমন চোট লাগেনি জনা তিরিশ শ্রমিকের।

Advertisement

শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের টাকি রাস্তার পাশে ন্যাড়া বটতলায়। বসিরহাট পুলিশ জেলার সুপার কঙ্করপ্রসাদ বারুই বলেন, ‘‘প্রশাসনের অনুমতি না নিয়ে ৩০ জন শ্রমিক একটি গাড়িতে তাঁদের রাজ্যে ফেরার চেষ্টা করেছিলেন। রাস্তায় বিদ্যুতের তারে গাড়ি আটকে দুর্ঘটনা ঘটে। গাড়িটি আটক করা হয়েছে। শ্রমিকদের হোম কোয়রান্টিনে রাখা হয়েছে।’’

পুলিশ জানায়, এ দিন ভোর ৫টা নাগাদ টাকির দিক থেকে দ্রুত গতিতে ফলের গাড়িটি আসছিল। ন্যাড়া বটতলার কাছে রাস্তার উপরে ঝুলে থাকা তার ওই গাড়ির মাথায় লোহার রডের সঙ্গে জড়িয়ে গিয়ে টান পড়ে। আগুন ধরে যায়। ভয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চালক গাড়ি রাস্তার পাশে রাখার চেষ্টা করলে তার জড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে গাড়ির উপরে পড়ে।

Advertisement

গাড়ির ভিতর বসা শ্রমিকেরা বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা ট্রান্সফর্মারের স্যুইচ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পুলিশ গিয়ে ওই গাড়িতে থাকা তিরিশ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

বসিরহাট, হাসনাবাদ, মিনাখাঁ এলাকায় ইটভাটায় কাজ করতেন সকলে। তাঁরা জানান, ‘‘জমা টাকা সব শেষ। এক বেলা আধ পেটা খেয়ে চলছে না। টাকা না পাঠাতে পারায় বাড়ির অবস্থাও খারাপ।’’ শ্রমিকেরা জানিয়েছেন, তাঁদের বাড়ি ফিরিয়ে দিতে কারও কোনও উদ্যোগ দেখেননি। কিছু শ্রমিককে ইতিমধ্যে ফেরানোর ব্যবস্থা করেছে প্রশাসন। কিন্তু সংখ্যাটা খুব কম বলে আর ধৈর্য রাখতে পারেননি ওই শ্রমিকেরা। গাড়ির চালক বাবলু নিসাদ বলেন, ‘‘খালি গাড়ি ফিরছিল। ওঁদের অবস্থার কথা ভেবে নিয়ে যাওয়ার উদ্যোগ করেছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement