Road Accident at Belghoria Expressway

রাস্তায় পড়ে গোলাপ, দুই লরির রেষারেষি বেলঘরিয়া এক্সপ্রেসেওয়েতে, প্রাণ গেল বরাহনগরের তরুণের

স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম সয়ন্তন দাস। উত্তর কলকাতার বরাহনগরের কুটিঘাট এলকার বাসিন্দা তিনি। শুক্রবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দুই লরির রেষারেষিতে বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন কলকাতার এক যুবক। শুক্রবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে মৃত্যু হয়েছে তাঁর। এ নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম সয়ন্তন দাস। উত্তর কলকাতার বরাহনগরের কুটিঘাট এলকার বাসিন্দা তিনি। শুক্রবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন।

জানা যাচ্ছে, এয়ারপোর্ট এলাকা থেকে কুটিঘাটে বাড়ি ফিরছিলেন সায়ন্তন। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সতীন সেন নগরের সামনে দু’টি লরির মাঝখানে পড়ে যান বাইকচালক তরুণ। তিনি বাইকের গতি বাড়িয়ে দু’টি লরিকে পার করার চেষ্টা করেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পড়ে যান সায়ন্তন। তাঁর সঙ্গে কিছু গোলাপ ছিল। সেগুলো ঠিকরে গিয়ে পড়ে দূরে। মাথায়, বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ওই তরুণ।

Advertisement

পরে পুলিশ গিয়ে যুবকের দেহ উদ্ধার করে। দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ যানজট হয় ওই রাস্তায়। পুলিশের হস্তক্ষেপে পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, বাইকচালকের মাথায় হেলমেট ছিল না। তাই দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

অন্য দিকে, স্থানীয়দের বক্তব্য, রাত বাড়লেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বেপরোয়া গতিতে যান চলাচল হয়। এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে দাবি করেছেন তাঁরা। ওই দুর্ঘটনায় কোনও আটক বা গ্রেফতারির কোনও খবর মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement