মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, ধৃত যুবক

পূর্ব পরিচিত মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে অশোকনগরের পুলিশ বিড়া বল্লভপাড়া এলাকা থেকে ওই ব্যক্তিকে ধরে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম চিরঞ্জয় মণ্ডল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫১
Share:

পূর্ব পরিচিত মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে অশোকনগরের পুলিশ বিড়া বল্লভপাড়া এলাকা থেকে ওই ব্যক্তিকে ধরে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম চিরঞ্জয় মণ্ডল। ধৃতকে রবিবার বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ৩০ জানুয়ারি গভীর রাতে বাড়ির পাশের ডোবা থেকে গুমা-মণ্ডলহাট এলাকার বাসিন্দা ঝর্না অধিকারীর (৩৫) দেহ উদ্ধার হয়। ঝর্নাদেবীর স্বামী নিমাইবাবু পেশায় হকার। তিনি খুনের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ চিরঞ্জয়ের নাম জানতে পারে। তদন্তকারীরা জানান, বছর দেড়েক আগে জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে ঝর্নাদেবীর সঙ্গে চিরঞ্জয়ের আলাপ হয়েছিল। এর পর থেকে চিরঞ্জয় ঝর্নাদেবীদের বাড়িতে যাতায়াত শুরু করে। সেই সূত্রে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। জেরায় চিরঞ্জয় জানায়, ঝর্নাদেবী মাঝে মধ্যেই তাঁর থেকে টাকা নিতেন। সম্প্রতি ওই মহিলা তার থেকে চার লক্ষ টাকা দাবি করেন। সেই টাকা না দিলে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার হুমকি দেন তিনি। তাই সে ঝর্নাদেবীকে খুন করেছে। পুলিশের দাবি, ৩০ জানুয়ারি রাত ১১টার পরে ঝর্নাদেবীর বাড়িতে যায় চিরঞ্জয়। তার পকেটে ছিল নোটের মতো করে কাটা কাগজের বান্ডিল। তখন ঝর্নাদেবীর স্বামী বাড়িতে ছিলেন না। তাঁর দুই সন্তান পাশের ঘরে ঘুমচ্ছিল। চিরঞ্জয় ঝর্নাদেবীকে জানায়, সে টাকা নিয়ে এসেছে। তার পর ঝর্নাদেবীকে ‘চমক দেওয়ার জন্য’ চোখ বন্ধ করতে বলে সে। ঝর্নাদেবী চোখ বন্ধ করলে ওই যুবক দড়ি দিয়ে তাঁর গলায় ফাঁস দিয়ে দেয়। সে দেহটি পাশের ডোবায় ফেলে পালায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement