Haringhata Blast Case

আইসক্রিম কারখানায় বিস্ফোরণে ছিন্নভিন্ন মালিকের দেহ, উড়ল টিনের চাল! হরিণঘাটায় চাঞ্চল্য

মৃতের নাম সন্তোষ রায়। কল্যাণী ব্লকের মদনপুর গৌরাঙ্গপাড়ার বাসিন্দা বুধবার নিজের কারখানাতেই ছিলেন। বরফকলে কাজ করছিলেন আরও তিন জন। তখনই বিস্ফোরণ হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৩
Share:

—প্রতীকী চিত্র।

হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠেছিল গোটা এলাকা। আশপাশ থেকে লোকজন ছুটে যান ঘটনাস্থলে। সেখানে দৃশ্য দেখে কার্যত হতভম্ব হয়ে গেলেন প্রত্যক্ষদর্শীরা। আইসক্রিম কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল মালিকের। জখম আরও একজন। ঘটনাস্থল নদিয়ার হরিণঘাটা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, নদিয়ার হরিণঘাটা থানার বিরহী-১ গ্রামপঞ্চায়েতের হালদারপাড়ায় একটি আইসক্রিম কারখানায় বিস্ফোরণ হয়। কম্প্রেসার ফেটে এই অঘটন বলে অনুমান। ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার হয় মালিকের দেহ। দেখা যায়, মাথা থেকে বুক পর্যন্ত দলা পাকিয়ে গিয়েছে তাঁর। রক্ত, মাংসের টুকরো লেগে আছে দেওয়ালে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একজনকে। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। বিস্ফোরণের প্রাবল্য কারখানার টিনের চাল উড়ে গিয়েছে।

ঘটনাস্থলে যায় হরিণঘাটা থানার পুলিশ। তারা জানাচ্ছে, মৃতের নাম সন্তোষ রায়। কল্যাণী ব্লকের মদনপুর গৌরাঙ্গপাড়ার বাসিন্দা বুধবার নিজের কারখানাতেই ছিলেন। বরফকলে কাজ করছিলেন আরও তিন জন। তখনই বিস্ফোরণ হয়। তবে কী ভাবে বিস্ফোরণ হয়েছে, তা নিয়ে তদন্ত হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গত ১০ বছর ধরে ওই আইসক্রিম কারখানাটি চলছে। কী ভাবে এমন ঘটনা ঘটল, বুঝতে পারছেন না কেউ। তদন্তের দাবি করেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement