Bomb Blast In Murshidabad

সাগরপাড়ায় বিস্ফোরণ! বোমা বাঁধতে গিয়ে যুবকের হাতের একাধিক আঙুল উড়ল, বাড়িতে গেল বম্ব স্কোয়াড

হাসপাতালের একটি সূত্রে খবর, যুবকের হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে। শরীরের একাধিক জায়গাতেও ক্ষত রয়েছে। তবে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাড়িতে বোমা বাঁধছিলেন। আচমকা সেই বোমা ফেটে এক হাতের একাধিক আঙুল উড়ল যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ায়। ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, জখম যুবকের নাম নাজমুল হক। দীর্ঘ দিন তিনি নানা অসামাজিক কাজকর্মে যুক্ত বলে অভিযোগ। বুধবার সকালে সাগরপাড়া থানা এলাকায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম কেঁপে ওঠে বিস্ফোরণের বিকট শব্দে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে জানা যায়, ২৭ বছরের নাজমুলের বাড়িই বিস্ফোরণের উৎপত্তিস্থল। রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ওই যুবককে। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

হাসপাতালের একটি সূত্রে খবর, যুবকের হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে। শরীরের একাধিক জায়গাতেও ক্ষত রয়েছে। তবে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

Advertisement

অন্য দিকে, বিস্ফোরণের তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। প্রশ্ন উঠেছে, ওই বাড়িতে আরও বিস্ফোরক আছে কি না।

পুলিশের সঙ্গে বম্ব স্কোয়াডও গিয়েছে ঘটনাস্থলে। তবে এখনও ওই বাড়ি থেকে আর বোমা পাওয়া যায়নি। বিস্ফোরণের পরে বাড়ির লোকজনও পালিয়ে গিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement