ক্যানিংয়ের গ্রামে আত্মঘাতী যুবক

প্রায় চার বছরের সম্পর্ক। প্রেমিকাকে বিয়েও করতে চেয়েছিলেন প্রেমিক। কিন্তু মেয়েটিই সেই প্রস্তাব বার বার ফেরাচ্ছিলেন বলে অভিযোগ। এই নিয়ে দু’জনের মনোমালিন্য চলছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০১:৫১
Share:

প্রায় চার বছরের সম্পর্ক। প্রেমিকাকে বিয়েও করতে চেয়েছিলেন প্রেমিক। কিন্তু মেয়েটিই সেই প্রস্তাব বার বার ফেরাচ্ছিলেন বলে অভিযোগ। এই নিয়ে দু’জনের মনোমালিন্য চলছিল।

Advertisement

ইতিমধ্যে ওই তরুণী জানিয়ে দেন, অন্যত্র বিয়ে করতে চান তিনি। এই পরিস্থিতিতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের পুরাতন বাজারে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশেষ সা (২৯)।

ওই যুবকের দাদার অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আত্মঘাতী ওই যুবক একটি সরকারি দফতরের অস্থায়ী কর্মী ছিলেন। অভিযোগ, তরুণী ওই যুবকের রোজগার নানা ভাবে হাতিয়ে নিতেন।

Advertisement

মৃত্যুর আগে অশেষ একটি সুইসাইড নোট লিখেছেন। তাতে তিনি নিজের মৃত্যুর জন্য ওই তরুণীকেই দায়ী করেছেন বলে জানতে পেরেছে পুলিশ।

অশেষের দাদা বিকাশ বলেন, ‘‘ভাইয়ের রোজগারের টাকার খোঁজ আমরা কোনও দিন নিইনি। কিন্তু পরে জানতে পেরেছি, টাকা ওই মেয়েটি নিয়ে নিত। তা সত্ত্বেও আমার ভাই কাউকে কিছু বলত না।’’ ইদানীং মাঝেমধ্যেই অশেষ মনমরা হয়ে থাকতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement