সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে স্বপন দাস নামে ওই যুবককে হাসনাবাদ থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে এ দিন বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
দিন কয়েক আগেই হাসনাবাদের টাকিতে এক নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই ফের এই ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় হাসনাবাদের খাঁপুকুর এলাকায় ওই ছাত্রীর বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে স্বপন জল খাওয়ার নাম করে ঘরে ঢোকে। অভিযোগ, ভয় দেখিয়ে জোর করে ওই নাবালিকাকে ধর্ষণ করে স্বপন। সেই সময় ওই ছাত্রীর ঠাকুমা ঘরে ঢুকে সব দেখে ফেলেন। ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকি দেয় স্বপন বলে অভিযোগ। কিন্তু ওই দিনই ওই ছাত্রীর ঠাকুমা বিষয়টি প্রতিবেশীদের জানান। এরপরেই রাতে থানায় অভিযোগ হয়। স্বপনকে গ্রেফতার করে পুলিশ।
এ দিকে, নবম শ্রেণির ওই ছাত্রী এখনও বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তার মানসিক অবস্থা ভাল নয়। জায়গা পরিবর্তন জরুরি। অসুস্থ ওই ছাত্রীর পাশে দাঁড়িয়েছে টাকি নাগরিক সমিতির সদস্যরা। তাঁদের কথায়, ‘‘অসুস্থ ওই ছাত্রীর আইনি সহযোগিতা প্রয়োজন। অভিযুক্ত একজন ধরা পড়েছে। আরও তিনজনকে পুলিশকে দ্রুত গ্রেফতার করতে হবে।’’