আইনি অটো দেওয়ার প্রক্রিয়া শুরু হল উত্তর ২৪ পরগনায়

উত্তর ২৪ জেলার বনগাঁ, বসিরহাট ও বারাসত মহকুমার গ্রামীণ এলাকায় বহু রুটে রমরমিয়ে চলছে বেআইনি ডিজেল অটো। যা দূষণ ছড়াচ্ছে উচ্চ মাত্রায়। এ বার ওই সমস্ত বেআইনি অটো ‘কাটাই করে’ (সম্পূর্ণ ভেঙে দিয়ে) নতুন আইনি অটো (এলপিজি পেট্রোল অটো বা সবুজ অটো) দেওয়ার প্রক্রিয়া শুরু করল জেলা আঞ্চলিক পরিবহণ সংস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ১২ মার্চ ২০১৫ ০১:০৯
Share:

চলছে অটোর ‘কাটাই’। —নিজস্ব চিত্র।

উত্তর ২৪ জেলার বনগাঁ, বসিরহাট ও বারাসত মহকুমার গ্রামীণ এলাকায় বহু রুটে রমরমিয়ে চলছে বেআইনি ডিজেল অটো। যা দূষণ ছড়াচ্ছে উচ্চ মাত্রায়। এ বার ওই সমস্ত বেআইনি অটো ‘কাটাই করে’ (সম্পূর্ণ ভেঙে দিয়ে) নতুন আইনি অটো (এলপিজি পেট্রোল অটো বা সবুজ অটো) দেওয়ার প্রক্রিয়া শুরু করল জেলা আঞ্চলিক পরিবহণ সংস্থা।

Advertisement

মঙ্গলবার বনগাঁ শহরের প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠে ৩০টি বেআইনি অটো ‘কাটাই’ করা হয়েছে পরিবহণ সংস্থার কর্তাদের উপস্থিতিতে। বনগাঁ হাসপাতাল মোড় থেকে মেদিয়া, আকাইপুর, অম্বরপুর-সহ কিছু রুটের বেআইনি অটো এ দিন কাটাই হয়েছে। ওই রুটের সম্পাদক প্রসেনজিত্‌ ঘোষ বলেন, “আমরা পরিবহণ সংস্থার কাছে আবেদন করেছিলাম, বেআইনি অটোর পরিবর্তে সরকারি আইন-কানুন মেনে আইনি অটো চালাতে চাই। পরিবহণ দফতর আমাদের ওই আবেদন মঞ্জুর করায় আমরা কৃতজ্ঞ।”

উত্তর ২৪ পরগনা জেলা আঞ্চলিক পরিবহণ সংস্থায় রাজ্য সরকারের সরকারি সদস্য গোপাল শেঠ বলেন, “বনগাঁ, বসিরহাট ও বারাসত মহকুমার গ্রামীণ এলাকায় সাড়ে ৩ হাজারেরও বেশি বেআইনি ডিজেল অটো চলাচল করে। দীর্ঘদিন ধরেই বেকার যুবকেরা ওই সব অটো চালাচ্ছে। ওরা আমাদের কাছে আবেদন করেছিলেন ডিজেল বেআইনি অটোর পরবর্তে আইনি অটো দেওয়ার জন্য। সেই মতো আমি জেলাশাসকের কাছে প্রস্তাব দিয়েছিলাম। ৮ ডিসেম্বর সংস্থার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, বেআইনি অটো কাটায় করে পরিবর্তে আইনি অটো দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই মতো মঙ্গলবার থেকে ওই প্রক্রিয়া শুরু হয়েছে।” জেলা আঞ্চলিক পরিবহণ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এখনও বনগাঁ, বসিরহাট ও বারাসত মহকুমার গ্রামীণ এলাকা থেকে পাঁচশো জন চালক আইনি অটো চেয়ে আবেদন করেছেন। তার ভিত্তিতে ৩৭৮ জন অটো চালককে নতুন আইনি অটোর ‘অফার লেটার’ দেওয়া হয়েছে। মঙ্গলবার যে সব বেআইনি অটো কাটাই হয়েছে, তাদের মালিকদের পরে পারমিট দেওয়া হবে। ধীরে ধীরে জেলাতে বেআইনি অটোর পরিবর্তে আইনি অটো দেওয়া হবে জানান গোপালবাবু। যাঁরা বেআইনি অটো চালাচ্ছেন, তাঁরা নতুন আইনি অটো না নিলে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন