খারাপ ব্যবহার করবেন না, চালকদের হুঁশিয়ারি মদনের

ট্রেড ইউনিয়নের ভয় দেখিয়ে যাত্রীদের উপর জুলুম করা যাবে না বলে হুঁশিয়ারি দিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। শুক্রবার বারাসতে নতুন বাস রুটের উদ্বোধনে এসে অটো চালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “ইউনিয়ন করো আর যাই করো, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। দাদাগিরি, নেতাগিরি চলবে না।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৪ ০০:৫১
Share:

চালকের আসনে মন্ত্রী। শুক্রবার তোলা নিজস্ব চিত্র।

ট্রেড ইউনিয়নের ভয় দেখিয়ে যাত্রীদের উপর জুলুম করা যাবে না বলে হুঁশিয়ারি দিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। শুক্রবার বারাসতে নতুন বাস রুটের উদ্বোধনে এসে অটো চালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “ইউনিয়ন করো আর যাই করো, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। দাদাগিরি, নেতাগিরি চলবে না।”

Advertisement

এ দিন বারাসতের চাঁপাডালি বাস স্ট্যান্ড থেকে নিজেই একটি বাস চালিয়ে মোট ১৫টি রুটের ১০৩টি বাসের উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী। মন্ত্রী জানান, ট্যাক্সিতে যাত্রী প্রত্যাখানের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

এ দিন পরিবহণ দফতরের সদস্য গোপাল শেঠ বলেন, “নতুন রুটের এই বাসগুলি উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে কলকাতা যাতায়াত করবে।” ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ ও কুটিরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলাশাসক সঞ্জয় বনশল প্রমুখ।

Advertisement

এ দিনই বারাসতে জেলা হাসপাতালে মেট্রো ডেয়ারির দুধের একটি কাউন্টার এবং ৫ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ওয়ার্ডের উদ্বোধন করেন জ্যোতিপ্রিয়বাবু। এখন থেকে এই হাসপাতালে বিপিএল তালিকাভুক্তদের দেড়শো টাকায় ডায়ালিসিসের পরিষেবা মিলবে। জ্যোতিপ্রিয়বাবু এ দিন বলেন “এই হাসপাতালে একের পর এক পরিষেবা, বিশ্রামাগার, ক্যান্টিন, সুলভ মুল্যের ওষুধের দোকান আমরা চালু করেছি। যাঁরা সমালোচনা করছেন তাঁরা হাসপাতালে এসে চোখের ছানি কাটিয়ে দেখে যান, উন্নয়ন কেমন হচ্ছে।” মশার উপদ্রব ও ম্যালেরিয়া প্রসঙ্গে এ দিন বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, “বাম আমলে এই মশার সৃষ্টি। ওরা এমন আবর্জনা রেখে গিয়েছে যে সেখান থেকেই মশার সৃষ্টি হেচ্ছে।” যা শুনে সিপিএমের এক বর্ষীয়ান জেলা নেতার বক্রোক্তি, “এ সব আত্মবিশ্বাসের অভাব থেকেই বলছেন শাসক দলের নেতা-নেত্রীরা। সবই কাজ না করার অছিলা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন