আন্তঃকলেজ নকআউট ফুটবলে চ্যম্পিয়ন হল গোবরডাঙা হিন্দু কলেজ। বুধবার বনগাঁ স্টেডিয়ামে ফাইনালে তারা টাইব্রেকারে হাবরা শ্রীচৈতন্য কলেজকে হারায়। নির্ধারিত সময়ে গোল হয়নি। টাইব্রেকারে হিন্দু কলেজ ২-১ গোলে জেতে। ফাইনালের সেরা খেলোয়াড় চ্যম্পিয়ন কলেজের সঞ্জীব ভৌমিক।