ট্রেনের কামরায় আট মাসের শিশু

ট্রেনের কামরা থেকে কম্বলে মোড়া আট মাসের একটি শিশুকে উদ্ধার করল রেল পুলিশ। শনিবার ভোরে ডায়মন্ড হারবার স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো কলকাতাগামী ট্রেন থেকে শিশুটির কান্নার আওয়াজ মেলে।

Advertisement
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৫ ০১:৪২
Share:

ট্রেনের কামরা থেকে কম্বলে মোড়া আট মাসের একটি শিশুকে উদ্ধার করল রেল পুলিশ। শনিবার ভোরে ডায়মন্ড হারবার স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো কলকাতাগামী ট্রেন থেকে শিশুটির কান্নার আওয়াজ মেলে। কওসর আলি নামে স্থানীয় এক বাসিন্দা ট্রেনে উঠতে গিয়ে ওই আওয়াজ শুনে শিশুটিকে উদ্ধার করে রেল পুলিশের হাতে তুলে দেন। রেল পুলিশ শিশুটিকে চাইল্ড লাইনের মাধ্যমে লক্ষ্মীকান্তপুরের একটি হোমে পাঠায়। রেল পুলিশ জানিয়েছে, দু’টি সিটের মাঝখানে কম্বলের উপর শোয়ানো অবস্থায় কাঁদছিল শিশুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement