তৃণমূল নেতাকে কুপিয়ে খুন

মদের আসরে এক ব্যক্তি খুনের ঘটনায় রাজনৈতিক রঙ ছড়াল। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার বেলেগাছি পঞ্চায়েত এলাকা দক্ষিণ ঘোলা গ্রামে। মৃতের নাম অজিত নাইয়া(৬৫)। অজিতবাবু দক্ষিণ ঘোলা গ্রামের বুথ সভাপতি ছিলেন বলে দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অজিতবাবুর ভাই রবীন নাইয়া বলেন, “আমার দাদা এই এলাকায় তৃণমূলের সংগঠন মজবুত করছিল। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে। সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা এই খুনের ঘটনায় জড়িত।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৪ ০০:৪৫
Share:

মদের আসরে এক ব্যক্তি খুনের ঘটনায় রাজনৈতিক রঙ ছড়াল। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার বেলেগাছি পঞ্চায়েত এলাকা দক্ষিণ ঘোলা গ্রামে। মৃতের নাম অজিত নাইয়া(৬৫)। অজিতবাবু দক্ষিণ ঘোলা গ্রামের বুথ সভাপতি ছিলেন বলে দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অজিতবাবুর ভাই রবীন নাইয়া বলেন, “আমার দাদা এই এলাকায় তৃণমূলের সংগঠন মজবুত করছিল। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে। সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা এই খুনের ঘটনায় জড়িত।” দক্ষিণ ২৪ পরগনার সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “মদের আসরে নিজেরা খুনোখুনি করেছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। কারা জড়িত তা বুঝতে পারবে।”

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর দেড়টা নাগাদ এক প্রতিবেশির বাড়ি থেকে অজিতবাবুর গলার নলিকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছেন অজিতবাবু। এ দিন জমির গোলমাল মীমাংসার জন্য এক পড়শির বাড়িতে অজিতবাবুকে ডাকা হয়। তারপর মদ খাইয়ে বেহুঁশ করার পর অজিতবাবুকে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছে পুলিশ। ওই বাড়ি থেকে মদের বোতলও উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক পুলিন নস্করও ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছেন তদন্তকারীরা। ধৃতদের বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধৃতরা এখনও মদের নেশায় রয়েছে। সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মদের আসরে আরও কয়েক জন ছিল। তাদেরও খোঁজ করা হচ্ছে। খুনের ঘটনার মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement