ফকিরচাঁদ কলেজে ঝামেলার পর কেটে গিয়েছে এক মাস। কলেজে এসে ফের দুই ছাত্রগোষ্ঠীর অভিযোগ এবং পাল্টা অভিযোগ শুনলেন ফকিরচাঁদ কলেজের অধ্যক্ষ তথা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। তাঁর কথায়, ‘‘কলেজে বহিরাগতরা একা একা ঢুকতে পারে না। যারা ঢোকে তারা ছাত্রছাত্রীদের হাত ধরেই ঢোকে। তাই সবাইকেই সাবধান করে দিয়েছি। কলেজটা রাজনীতির জায়গা নয়।’’