ফর্ম পূরণ নিয়ে সমস্যা

দেরিতে শুরু করেও অনলাইন ফর্ম পূরণের সমস্যায় জর্জরিত সরিষার শিশুরাম দাস কলেজ। মহকুমা ও তার বাইরের বিভিন্ন এলাকায় সাইবার ক্যাফেগুলি থেকে ফর্ম পূরণ করে জমা করা যাচ্ছে না বলে অভিযোগ বেশ কিছু পড়ুয়ার। ওয়েবসাইটে কিছু সস্যা থাকাতেই এই পরিস্থিতি বলে দাবি ওই পড়ুয়াদের। একই অভিযোগ কলেজের টিএমসিপি ইউনিটের সভাপতি হাসিবুর খানের।

Advertisement
শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০২:৩২
Share:

দেরিতে শুরু করেও অনলাইন ফর্ম পূরণের সমস্যায় জর্জরিত সরিষার শিশুরাম দাস কলেজ। মহকুমা ও তার বাইরের বিভিন্ন এলাকায় সাইবার ক্যাফেগুলি থেকে ফর্ম পূরণ করে জমা করা যাচ্ছে না বলে অভিযোগ বেশ কিছু পড়ুয়ার। ওয়েবসাইটে কিছু সস্যা থাকাতেই এই পরিস্থিতি বলে দাবি ওই পড়ুয়াদের। একই অভিযোগ কলেজের টিএমসিপি ইউনিটের সভাপতি হাসিবুর খানের। তাঁর কথায়, ‘‘৮ জুন ভর্তি প্রক্রিয়া শুরুর পর থেকেই প্রচণ্ড সমস্যা শুরু হয়েছে। আমরা চাই কলেজে ফর্ম পূরণের দিন ক্ষণ বাড়ানো হোক।’’ অধ্যক্ষা নন্দিতা দেব দাবি করেছেন, ‘‘শুরুতে একটু সমস্যা থাকেই। তবে এমন নয়, যে ফর্ম পূরণে অসুবিধা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement