বিএসএফের প্রশিক্ষণ শিবির সীমান্তের গ্রামে

সীমান্তবর্তী গ্রামের ছেলেমেয়েরা যাতে প্যারা মিলিটারিতে চাকরির সুযোগ পায়, সে দিকে লক্ষ রেখে এক শিবিরের আয়োজন করল বিএসএফ। সোমবার সকালে ওই শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফের ১৪৪ নম্বর ব্যাটালিয়ানের ঘোজাডাঙা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অশোক হালদার-সহ বিশিষ্টরা। শিবিরে যোগ দিতে সীমান্তবর্তী একাধিক গ্রাম থেকে শতাধিক ছেলে-মেয়ে হাজির হয়েছিল। তারা সীমান্তরক্ষীদের ব্যবস্থাপনায় এমন শিবিরের গুরুত্বের প্রশংসা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩১
Share:

উত্‌সাহী ছেলেমেয়েরা। —নিজস্ব চিত্র।

সীমান্তবর্তী গ্রামের ছেলেমেয়েরা যাতে প্যারা মিলিটারিতে চাকরির সুযোগ পায়, সে দিকে লক্ষ রেখে এক শিবিরের আয়োজন করল বিএসএফ। সোমবার সকালে ওই শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফের ১৪৪ নম্বর ব্যাটালিয়ানের ঘোজাডাঙা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অশোক হালদার-সহ বিশিষ্টরা। শিবিরে যোগ দিতে সীমান্তবর্তী একাধিক গ্রাম থেকে শতাধিক ছেলে-মেয়ে হাজির হয়েছিল। তারা সীমান্তরক্ষীদের ব্যবস্থাপনায় এমন শিবিরের গুরুত্বের প্রশংসা করে।

Advertisement

এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ ইটিন্ডার নাকুয়াদহ গ্রামে চাকরির বিষয়ে শিক্ষা এবং প্রশিক্ষণমূলক শিবিরের আয়োজন করা হয়। সেখানে অশোকবাবু বলেন, “ছেলেমেয়েদের প্যারা মিলিটারিতে যোগ দিতে গেলে কী ভাবে শারীরিক এবং মানসিক ভাবে তৈরি হতে হয়, সে বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য শিবিরের আয়োজন করা হয়েছিল। সীমান্ত এলাকা থেকে যাতে বেশি বেশি ছেলেমেয়ে চাকরি পায়, সেটা দেখাই আমাদের কাজ।’’

শিবিরে উপস্থিত নাকুয়াদহ গ্রামের বিএ প্রথম বর্ষের ছাত্রী পিঙ্কি বিশ্বাস, পাইকাড়ডাঙা গ্রামের দ্বিতীয় বর্ষের ছাত্র বাহালুল বিশ্বাসরা বলেন, “প্যারা মিলিটারিতে চাকরি পেতে গেলে কী কী প্রয়োজন কিংবা কী ধরনের শারীরিক কসরত করতে হয়, সে সব এত দিন জানা না থাকায় পরীক্ষায় বসেও ফল হচ্ছিল না। এ বার থেকে সীমান্তরক্ষীদের কাছ থেকে কৌশল শিখতে পারব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement