মাইক বাজানোকে ঘিরে উত্তেজনা কলেজে

পরীক্ষা চলাকালীন মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দেগঙ্গায়। শনিবার দুপুরে দেগঙ্গার বেড়াচাঁপার আচার্য জগদীশ চন্দ্র বসু পলিটেকনিক কলেজের ঘটনা। মাইক বাজানোর প্রতিবাদে প্রায় ঘণ্টা দুয়েক অবস্থান বিক্ষোভ দেখায় কলেজের অন্য ছাত্ররা। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের মধ্যে এই ধরনের ঘটনা আর ঘটবে না প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০১৬ ০৩:৪৫
Share:

পরীক্ষা চলাকালীন মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দেগঙ্গায়। শনিবার দুপুরে দেগঙ্গার বেড়াচাঁপার আচার্য জগদীশ চন্দ্র বসু পলিটেকনিক কলেজের ঘটনা। মাইক বাজানোর প্রতিবাদে প্রায় ঘণ্টা দুয়েক অবস্থান বিক্ষোভ দেখায় কলেজের অন্য ছাত্ররা। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের মধ্যে এই ধরনের ঘটনা আর ঘটবে না প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠে যায়। কলেজ সূত্রে জানা গিয়েছে, এ দিন জগদীশচন্দ্র পলি টেকনিক কলেজের সিভিল ও ইলেক্ট্রনিক্স বিভাগের ল্যাব পরীক্ষা ছিল। একই দিনে ওই কলেজের মেকানিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রদের ফেয়ার ওয়েল অনুষ্ঠানের আয়োজন করে কলেজের মেকানিক্যাল বিভাগ। ওই অনুষ্ঠানে কোনও মাইক বাজানোর অনুমতি ছিল না। তা সত্ত্বেও পরীক্ষা চলাকালীন জোরে মাইক বাজানো হচ্ছিল বলে অভিযোগ। পরীক্ষায় অসুবিধা হওয়ায় সিভিলের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা কলেজের অফিসার ইনচার্জ গৌর হরি বিশ্বাসের কাছে গিয়ে মাইক বন্ধের দাবি জানান। ওই কলেজের ছাত্র সুপ্রিয় মল্লিক, দেবাশিস শিকদার, রিয়াজ হোসেনরা বলেন অফিসার ইনচার্জ আমাদের কথা না শুনে কলেজ থেকে বেরিয়ে অন্য কাজে চলে যান। এরপরই কলেজ গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। বেলা আড়াইটের সময়ে কলেজে ফিরে আসেন অফিসার ইনচার্জ গৌর হরি বিশ্বাস। কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে। ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটবে না প্রতিশ্রুতি দিলে বেলা ৪টা নাগাদ উঠে যায় বিক্ষোভ। যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি পরীক্ষা চলাকালীন কোনও মাইক বাজানো হয়নি। তিনি বলেন, ‘‘দুপুর ১২টার আগেই সব পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তারপরেই ফেয়ার ওয়েল অনুষ্ঠান শুরু হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement