মহিলা ফুটবলে মাতল হাবরা

মহিলা ফুটবল ঘিরে উৎসবে মাতল হাবরা। শনিবার হাবরার গণদীপায়ন এলাকায় সেই প্রদর্শনী ম্যাচ দেখতে কাঁচা বয়সের কিশোর থেকে বৃদ্ধা ভিড় করেছিলেন সকলেই। কোলে-কাঁখে বাচ্চা নিয়ে মায়েদের উৎসাহ দেখে মনে হয়েছে—ছেলে-মেয়ে নয়, ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০১:১৮
Share:

খেলার একটি মুহূর্ত। —নিজস্ব চিত্র।

মহিলা ফুটবল ঘিরে উৎসবে মাতল হাবরা। শনিবার হাবরার গণদীপায়ন এলাকায় সেই প্রদর্শনী ম্যাচ দেখতে কাঁচা বয়সের কিশোর থেকে বৃদ্ধা ভিড় করেছিলেন সকলেই। কোলে-কাঁখে বাচ্চা নিয়ে মায়েদের উৎসাহ দেখে মনে হয়েছে—ছেলে-মেয়ে নয়, ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।’

Advertisement

শনিবার স্থানীয় অগ্নিবীনা ক্লাবের পরিচালনায় ক্লাবের মাঠেই প্রদশর্নী মহিলা ফুটবলে অংশ নিল অগ্নিবীনা একাদশ এবং কলকাতা একাদশ। দু’দলেই খেলেছেন কলকাতা থেকে আসা পরিচিত মহিলা ফুটবলাররা। খেলার ফল, কলকাতা একাদশ ৪ আগ্নিবীনা-২।

মাঠের দু’ধারে উপচে পরা ভিড়ে থমকে যায় লাগোয়া যশোহর রোডও। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

কিশোর-যুবকদের অত্যুৎসাহের ভঙ্গি অবিকল ধরা পড়েছে মহিলাদের উত্তেজনাতেও। ভাল শট, অল্পের জন্য গোল-মিস কিংবা দুরন্ত গোলকিপিং দেখে হাততালিতে ভরে গিয়েছে মাঠ।

তাপসী সরকার বলছেন, ‘‘কলকাতায় দু-এক বার মহিলা ফুটবল দেখেছি। ছোট বেলায় নিজেও খেলেছি। বহু দিন পর আবার সেই পুরনো দিন মনে পড়ে গেল।’’ মধ্য-ষাট কল্পনা পোদ্দারের কথায়,‘‘মেয়েদের বাপু এই প্রথ ফুটবল কেলতে দেখলাম। বেশ লাগল।’’ উদ্যোক্তাদের পক্ষে ক্লাবের সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার জানান, ‘‘দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিল এলাকাতে মহিলারাদের ফুটবলের আয়োজন করব। ক্লাবের ছেলেরাও ওই বিষয়ে খুবই উৎসাহীত ছিল। আগামী দিনে ফের আয়োজনের চেষ্টা করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement