রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দেগঙ্গার ভাসলিয়া কলোনি মোড়ে অবরোধ শুরু হয়। প্রায় চার ঘণ্টা এই অবরোধ চলে। পুলিশ গিয়েও এই অবরোধ তুলতে পারেনি। পরে দেগঙ্গার যুগ্ম বিডিও কৌশিক পরামাণিক রাস্তা সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দফতরকে জানানোর প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দেগঙ্গা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪৫
Share:

ভাসিলিয়া স্টেশন থেকে হাড়োয়া পর্যন্ত রাস্তার হাল।—নিজস্ব চিত্র।

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দেগঙ্গার ভাসলিয়া কলোনি মোড়ে অবরোধ শুরু হয়। প্রায় চার ঘণ্টা এই অবরোধ চলে। পুলিশ গিয়েও এই অবরোধ তুলতে পারেনি। পরে দেগঙ্গার যুগ্ম বিডিও কৌশিক পরামাণিক রাস্তা সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দফতরকে জানানোর প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাস্তায় বাঁশ বেঁধে, পোস্টার হাতে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কৌশিকবাবু বলেন, “এত বড় রাস্তা সংস্কার করা আমার দফতরের পক্ষে সম্ভব নয়। তবে রাস্তার খানিকটা অংশ সারানো হবে। রাস্তাটি যাতে পুরোপুরি সংস্কার করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলব।”

দ্গেঙ্গার থেকে ভাসিলিয়া স্টেশন হয়ে হাড়োয়া যাওয়ার প্রায় ৯ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষার সময়ে খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল বিপজ্জনক হয়ে পড়ে। তা ছাড়া, পিচ ও পাথর ওঠা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটছে। অথচ রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের সর্বস্তরে জানানো হলেও কোনও লাভ হচ্ছে না। সে কারণে এই রাস্তায় বিক্ষোভ দেখানো হয়। ফলে বেড়াচাঁপা-হাড়োয়ার মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঊর্ধ্বতন কোনও আধিকারিককে ঘটনাস্থলে আসতে হবে বলে দাবি তোলে জনতা। সেই মতোই যুগ্ম বিডিও আসেন।

Advertisement

কিন্তু গ্রামের মানুষ রাস্তা মেরামতের কোনও প্রতিশ্রুতি নয়, শীঘ্র কাজ শুরু করার দাবিতে তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দা জয় কুমার দে, রফিকুল ইসলাম, মহিদুল ইসলাম, জহুরা বিবিরা বলেন, “দীর্ঘ দিন থেকে রাস্তার অবস্থা শোচনীয় হওয়া সত্ত্বেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। দিনের পর দিন দুর্ঘটনাও বেড়ে চলেছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন