News of the day: এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে পাকিস্তান, ভোট প্রচারে তৃণমূল-বিজেপি, নজরে আর কী

আজ দিনহাটা কেন্দ্রে পদ্মপ্রার্থীর হয়ে প্রচার করার কথা রয়েছে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ০৯:৩৮
Share:

টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বিরাট জয়ের পর আজ, মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে পাকিস্তান। বিরাট কোহলীদের বিরুদ্ধে দারুণ খেলেছে বাবর আজমরা। এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেই ধারা বজায় থাকে কি না তা-ও দেখার। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি রয়েছে। তার আগে বিকেল সাড়ে ৩টে নাগাদ রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের খেলা। আজ নজর থাকবে ওই দু’টি খেলার দিকে।

Advertisement

এর আগে গোসাবা ও খড়দহ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রচার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিনহাটায় তিনি প্রচার করেন। আজ শান্তিপুর বিধানসভায় তাঁর প্রচার করার কথা রয়েছে। দুপুর ১টা নাগাদ ওই সভাটি হতে পারে। অন্য দিকে, প্রচারে পিছিয়ে নেই বিজেপি-ও। আজ দিনহাটা কেন্দ্রে পদ্মপ্রার্থীর হয়ে প্রচার করার কথা রয়েছে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আজ নজর থাকবে প্রচার সভাগুলির দিকেও।

রাজ্য জুড়ে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমল। তবে ২৪ ঘণ্টার মধ্যে সংক্রমণের দৈনিক হার অনেকটাই বেড়ে গিয়েছে। কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে কমলেও তা ফের ২০০-র গণ্ডি পার করেছে। এই মুহূর্তে এ শহরে সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজারের বেশি। অন্য দিকে, উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় দেড়শো জন নতুন করে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৮০৫। ওই সময়ের মধ্যে কলকাতার ২২৯ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কলকাতা শহরের আশপাশের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত ১৪২। অন্য দিকে, সংক্রমণে রাশ টানতে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় দে়ড়শোর বেশি এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে স্বাস্থ্য দফতর। আজ নজর থাকবে সে দিকেও।

Advertisement

এ ছাড়া আজ নজর থাকবে গড়িয়াহাট জোড়া খুনের তদন্তের গতিপ্রকৃতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর, মুম্বইয়ের মাদক মামলার গতিপ্রকৃতি ও আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন