চারটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল তিন ব্যক্তির। জখম হয়েছেন এক জন। মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার রোডে বাসের ধাক্কায় মৃত্যু হয় বুদ্ধরাম দাসের। এর কিছু পরেই সিমেন্ট বোঝাই একটি লরির ধাক্কায় মারা যান রাম হালদার। বিকেলে সার্কুলার গার্ডেনরিচ রোডে একটি সরকারি বাস এক পথচারীকে ধাক্কা মারে। চতুর্থ দুর্ঘটনাটি ধর্মতলায় মেট্রো সিনেমার কাছে। ট্যাক্সির ধাক্কায় জখম হন এক পথচারী।