Violence

নাগরিকত্ব আইনের প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র সাঁকরাইল, গুলিবিদ্ধ ডিসি-সহ ৩ পুলিশকর্মী

নাগরিকত্ব আইনের প্রতিবাদকে কেন্দ্র করে এ বার রণক্ষেত্র হয়ে উঠল হাওড়ার সাঁকরাইলের মানিকতলা এলাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ০১:৩৪
Share:

প্রতীকী ছবি

নাগরিকত্ব আইনের প্রতিবাদকে কেন্দ্র করে এ বার রণক্ষেত্র হয়ে উঠল হাওড়ার সাঁকরাইলের মানিকতলা এলাকা। বুধবার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিক্ষোভ সামাল দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন হাওড়া সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার-সহ পুলিশকর্মী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হাওড়ার বিভিন্ন এলাকা। সেই আঁচ থেকে বাদ যায়নি মানিকতলাও। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই উত্তেজনায় ফুটছিল মানিকতলা এলাকা। এ দিন সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের জমায়েতও একটু একটু করে বাড়তে থাকে। খবর পেয়ে বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশের বাহিনী। কিন্তু, তাতেও পরিস্থিতি আয়ত্তে আসেনি। বরং, দুপক্ষের মধ্যে তুমুল গন্ডগোল শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। সে সময় পুলিশ লাঠিচার্জ করে বলে বিক্ষোভকারীদের তরফে অভিযোগ উঠেছে। এর মধ্যেই বিক্ষোভকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি শুরু হয়। ব্যাপক বোমাবাজিও হয় বলে পুলিশ সূত্রে খবর। তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কার্যত খণ্ডযুদ্ধ বেধে যায় দুপক্ষের মধ্যে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তুমুল বিক্ষোভের মধ্যে থেকেই পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে বিক্ষোভকারীরা। সে সময় গুলিবিদ্ধ হন, হাওড়া সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার অজিত সিংহ যাদব-সহ তিন পুলিশকর্মী। বোমাবাজির জেরে আহত হন আরও কয়েক জন। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। মানিকতলার পরিস্থিতি আপাতত আয়ত্তে এসেছে। তবে এ দিনের ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা।

Advertisement

আরও পড়ুন: রাজভবনে যাচ্ছেন মুখ্যসচিব-ডিজি, টুইটে সন্ধির বার্তা ধনখড়ের

আরও পড়ুন: রাজ্য যদি সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর না করে, তবে কি ৩৫৬?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন