বাজেয়াপ্ত টাকাই ফেরত রোজ ভ্যালির

রোজ ভ্যালির আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও অরিন্দম দাস জানান, এ দিন বিশেষ বেঞ্চের বিচারপতিরা নির্দেশ দিয়েছেন, কমিটির কাজ চালানোর যাবতীয় খরচ বহন করতে হবে ওই অর্থলগ্নি সংস্থাকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৫৩
Share:

প্রতীকী ছবি।

অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির থেকে বাজেয়াপ্ত নগদ ৩৫০ কোটি টাকা ব্যাঙ্কে ‘ফিক্সড ডিপোজিট’ করা আছে বলে আদালতে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে ইডি আরও জানিয়েছে, ওই সংস্থার এখনও পর্যন্ত পাওয়া স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৭৫ কোটি টাকা। তাদের হেফাজতেই সেই সম্পত্তি রয়েছে। রোজ ভ্যালি সংস্থায় বিনিয়োগ করা টাকা আমানতকারীদের ফেরাতে প্রথম দফায় ফিক্সড ডিপোজিটের টাকাই ব্যবহার করা হবে বলে বিচারপতি দিলীপ শেঠ কমিটি সূত্রের খবর।

Advertisement

রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে দু’বছর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি শেঠের নেতৃত্বে কমিটি গড়েছিল হাইকোর্ট। বিভিন্ন লগ্নি সংস্থার আমানতকারীদের জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ বৃহস্পতিবার ওই কমিটি পুনর্গঠন করেছে। বিশেষ বেঞ্চের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি জয়মাল্য বাগচী ওই কমিটিতে নিযুক্ত করেছেন রাজ্যের মুখ্যসচিবের মনোনীত এক যুগ্মসচিবকে। ইডি-র সহকারী ডিরেক্টর পদমর্যাদার এক অফিসারকেও ওই কমিটিতে রাখা হয়েছে। কমিটিতে থাকবেন সিকিওরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-র প্রতিনিধি ও রাজ্যের ইনস্পেক্টর জেনারেল (রেজিস্ট্রেশন)।

রোজ ভ্যালির আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও অরিন্দম দাস জানান, এ দিন বিশেষ বেঞ্চের বিচারপতিরা নির্দেশ দিয়েছেন, কমিটির কাজ চালানোর যাবতীয় খরচ বহন করতে হবে ওই অর্থলগ্নি সংস্থাকেই।

Advertisement

আইনজীবীরা আরও জানান— আকাশদীপ ও রুফার্স নামে দুই লগ্নি সংস্থাকে বিশেষ বেঞ্চ নির্দেশ দিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের নেতৃত্বে গঠিত কমিটির কাছে তাদের আমানতকারীদের টাকা ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। অর্থলগ্নি সংস্থা এমপিএস-এর আমানতকারীদের টাকা ফেরাতেও বিচারপতি তালুকদারের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। এমপিএস ছাড়া আর যে সব অর্থলগ্নি সংস্থা রয়েছে, তাদের আমানতকারীদের টাকাও ওই কমিটির মাধ্যমে ফেরানোর নির্দেশ দিয়েছে বিশেষ বেঞ্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন