মন্ত্রীদের সমতুল পদেই ফিরলেন মণীশরা

দ্বিতীয় বার ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যে-সব মন্ত্রী হেরে গিয়েছেন, তাঁদের মধ্যে চার জনকে বিশেষ দায়িত্ব দিয়ে মন্ত্রীর সমতুল মর্যাদায় ফিরিয়ে আনা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০৩:৪২
Share:

দল বিপুল ভাবে জিতলেও তাঁরা হেরেছেন।

Advertisement

দ্বিতীয় বার ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যে-সব মন্ত্রী হেরে গিয়েছেন, তাঁদের মধ্যে চার জনকে বিশেষ দায়িত্ব দিয়ে মন্ত্রীর সমতুল মর্যাদায় ফিরিয়ে আনা হবে। তাঁরা হলেন মণীশ গুপ্ত, উপেন বিশ্বাস, শঙ্কর চক্রবর্তী ও চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর কথামতো সোমবার, সপ্তাহ শুরুর দিনেই ওই চার জনের দায়িত্ব নির্দিষ্ট করে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তিন জন পূর্ণমন্ত্রী এবং এক জন প্রতিমন্ত্রীর সমান মর্যাদার পদ পেয়েছেন। আগের মন্ত্রিসভায় তাঁদের মর্যাদা এমনই ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তকে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পরমর্শদাতার পদ। রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রকে আরও উন্নত করতেই মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন মণীশবাবু। এ ছাড়া রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলিকে নিয়ে একটি সমন্বয় কমিটি গড়ে তার চেয়ারম্যান করা হবে মণীশবাবুকে। রাজ্যের প্রাক্তন অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাসকে পশ্চিমবঙ্গ তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর উন্নয়ন এবং অর্থ নিগমের চেয়ারম্যান করা হয়েছে।

Advertisement

প্রাক্তন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তীকে ম্যাকিনটস বার্ন, ওয়েস্ট বেঙ্গল স্যাক্সবি ফার্মা এবং ব্রিটানিয়া— এই তিন সরকারি সংস্থার চেয়ারম্যান করা হয়েছে। প্রাক্তন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনের চেয়ারপার্সনের পদ।

পুনর্বাসন পাওয়া এই চার জনকে মন্ত্রীদের মতোই বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। এ দিন নবান্নে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব অত্রি ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে এই বিজ্ঞপ্তি জারির কথা জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন