State News

সাগরে পুণ্যার্থী ৫০ লক্ষ: মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে জানান, ১২ জানুয়ারি থেকে সব মিলিয়ে পুণ্যার্থীর সংখ্যা ৫০ লক্ষ ছুঁয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০৬:২৮
Share:

পুণ্যস্নান: বুধবার গঙ্গাসাগরে। ছবি: সুদীপ ঘোষ

গঙ্গাসাগরে শুধু বুধবার, মকরসংক্রান্তির পুণ্যস্নানের দিনেই অন্তত পাঁচ লক্ষ পুণ্যার্থী এসেছেন বলে জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে জানান, ১২ জানুয়ারি থেকে সব মিলিয়ে পুণ্যার্থীর সংখ্যা ৫০ লক্ষ ছুঁয়েছে। এতে তিনি খুব খুশি। এ দিন সাগরস্নান সেরেছেন রাজ্যের অনেক মন্ত্রী ও বিধায়কও। মেলায় অনৈতিক কাজের সঙ্গে জড়িত সন্দেহে গত তিন দিনে ২১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ছেমাগুড়িতে দু’দিনে দু’টি বাস দুর্ঘটনায় পড়ে। তবে কেউ হতাহত হননি। মেলা ঘিরেও মৃত্যুর কোনও খবর নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement