অসুস্থ বিএলও ওয়াসিম পারভেজ। —নিজস্ব চিত্র।
‘অতিরিক্ত কাজের চাপে’ হাওড়ায় অসুস্থ হয়ে পড়লেন আরও এক বুথ স্তরের আধিকারিক (বিএলও)। ওয়াসিম পারভেজ নামের ওই বিএলও ডোমজুড় বিধানসভা কেন্দ্রের ১৪৮ নম্বর পার্টে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ করছিলেন। বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ওই বিএলও-র বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। হাওড়ার বাঁকড়া এলাকার একটি সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন তিনি। বাঁকড়়া এলাকাতেই একটি ভাড়াবাড়িতে থাকেন। বুধবার রাতে এই ভাড়াবাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে বাঁকড়ার একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
ওয়াসিমের নামের ওই বিএলও-র দাবি, এসআইআর সংক্রান্ত কাজের প্রায় ৮০ শতাংশ শেষ করে ফেলেছেন। কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও পুরো কাজ শেষ করতে পারেননি। এর পাশাপাশি স্কুলে বার্ষিক পরীক্ষা চলার জন্যও তাঁর উপর চাপ বেড়েছে বলে দাবি করেছেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, ওয়াসিমের স্ত্রী সাত মাসের সন্তানসম্ভবা। এই অবস্থায় বুধবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই বিএলও। তাঁর রক্তচাপ অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি বুথ স্তরের এক এজেন্ট (বিএলএ)-কে ফোন করেন। সেই বিএলএ এবং স্থানীয়দের কয়েক জনের সহযোগিতায় ওয়াসিমকে হাসপাতালে ভর্তি করানো হয়।
মঙ্গলবার সন্ধ্যায় কাজের সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সলপ-১ গ্রাম পঞ্চায়েতের ৬৩ নম্বর পার্টের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে কাঁকুড়গাছির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। এই বিষয়ে অনির্বাণের পরিবার কিছু না-জানালেও তৃণমূলের দাবি, এসআইআর-এর কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েন তিনি।