Cyber Fraud

লাভের আশায় ফাঁদে পা, প্রতারিত ব্যবসায়ী

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, নামী সংস্থার নামে ভুয়ো ইমেল আইডি তৈরি করে প্রতারণার ফাঁদ পেতেছিল জালিয়াতেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৯:৫৬
Share:

ফের সাইবার প্রতারণা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শহরে ফের সাইবার প্রতারণা! যার ফাঁদে পড়ে এক কোটি টাকারও বেশি খোয়ালেন এক ব্যক্তি। কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। যার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী ব্যক্তি নিউ টাউনের বাসিন্দা। টালিগঞ্জ থানা
এলাকায় তাঁর অফিস রয়েছে। লিখিত অভিযোগে ওই ব্যক্তি জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে ব্রিটেনের একটি সংস্থার আধিকারিক বলে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তেরা। ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলার পরে মোটা টাকা বিনিয়োগের প্রস্তাব দেয় তারা। তার পরেও একাধিক বার তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রতারকেরা। ওই ব্যবসায়ীর অভিযোগ, ওই প্রতারকেরা একটি সংস্থার নামে ভুয়ো ইমেল আইডি তৈরি করে যোগাযোগ করায় প্রাথমিক ভাবে সন্দেহ হয়নি তাঁর। ভাল রকম মুনাফার আশায় কয়েক দফায় এক কোটি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তিনি। এপ্রিলের শেষ সপ্তাহে একাধিক দফায় ওই টাকা পাঠানো হয়। এর পরেই প্রতারকেরা ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রতারিত হয়েছেন, বুঝতে পেরেই কলকাতা পুলিশের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, নামী সংস্থার নামে ভুয়ো ইমেল আইডি তৈরি করে
প্রতারণার ফাঁদ পেতেছিল জালিয়াতেরা। কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা সরানো হয়েছে, তার সূত্র ধরেই অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন