তোলা না দেওয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

জিয়াউলের বাড়ি বীরনগরের বাজেয়াপ্তি গ্রামে। বৈষ্ণবনগরের ১৬ মাইল বাজারে তাঁর ফলের দোকান। জিয়াউল বলেন, ‘‘কয়েক দিন আগে এক দুষ্কৃতী এসে বলেছিল, ব্যবসা করতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ০২:৫৫
Share:

—প্রতীকী ছবি।

এক ফল ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা তোলা চাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে মালদহের বৈষ্ণবনগরে। জিয়াউল শেখ নামে ওই ব্যবসায়ী তা দিতে পারেননি। শনিবার রাত ৯টা নাগাদ দোকান বন্ধ করে ফেরার পথে তাঁকে রাস্তাতেই গুলি করা হয়। জিয়াউলের বাঁ পায়ে গুলি লাগে। রক্তাক্ত জিয়াউল চিৎকার করতে শুরু করলে আরও অনেকে ছুটে চলে আসেন। তাতেই পালায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা জিয়াউলকে রাতেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেন।

Advertisement

জিয়াউলের বাড়ি বীরনগরের বাজেয়াপ্তি গ্রামে। বৈষ্ণবনগরের ১৬ মাইল বাজারে তাঁর ফলের দোকান। জিয়াউল বলেন, ‘‘কয়েক দিন আগে এক দুষ্কৃতী এসে বলেছিল, ব্যবসা করতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে। দু’দিনের মধ্যে তোলা না দিলে খুনের হুমকিও দেওয়া হয়। আমি টাকাটা দিতে পারিনি। তাই ওরাই গুলি চালিয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছি।’’

জিয়াউল গুলিবিদ্ধ হওয়ায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ। মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, ‘‘ব্যবসায়ীদের উপরে মাঝেমধ্যেই হামলা হচ্ছে। পুলিশকে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে।’’ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার জানিয়েছেন, দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়েছে। তবে, পুলিশ সূত্রেই খবর, পারিবারিক বিবাদেই এই কাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। তৃণমূলের কালিয়াচক ৩ ব্লকের যদিও সভাপতি নালেপ আলি অবশ্য বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে সমাজবিরোধীদের যোগ থাকতে পারে। পুলিশ তদন্ত করে দেখুক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement