Bengal Climber Death

এভারেস্ট জয় করে নামার সময় মৃত্যু বাঙালি পর্বতারোহীর! হিলারি স্টেপের কাছে উদ্ধার দেহ

মাউন্ট এভারেস্ট জয় করে ঘরে ফেরা হল না সুব্রত ঘোষের (৪৫)। নেমে আসার সময় মৃত্যু হল তাঁর। সুব্রত নদিয়ার রানাঘাটের বাসিন্দা। পেশায় শিক্ষক। এভারেস্টের হিলারি স্টেপের কাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১২:৫৮
Share:

সুব্রত ঘোষ। ছবি: সংগৃহীত।

মাউন্ট এভারেস্ট জয় করে ঘরে ফেরা হল না বাঙালি পর্বতারোহীর। নেমে আসার সময় মৃত্যু হল নদিয়ার রানাঘাটের বাসিন্দা, পেশায় শিক্ষক সুব্রত ঘোষের (৪৫)। এভারেস্টের হিলারি স্টেপের কাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। নেপালের পর্বতারোহণ সংস্থা ‘স্নোয়ি হরাইজ়ন ট্রেকস অ্যান্ড এক্সপিডিশন’-এর সদস্য বোধরাজ ভান্ডারি সংবাদ সংস্থা ‘রয়টার্স’কে বলেন, ‘‘উনি হিলারি স্টেপ থেকে নামতে চাননি।’’

Advertisement

গত ৩১ মার্চ এভারেস্ট জয়ের লক্ষ্যে কলকাতা থেকে নেপাল গিয়েছিলেন সুব্রত এবং রুম্পা দাস। রুম্পাও রানাঘাটের বাসিন্দা। তিনিও পেশায় শিক্ষিকা। বৃহস্পতিবার দুপুরে এভারেস্ট জয় করে পর্বতের চূড়ায় ভারতের পতাকা তোলেন তাঁরা। এর পর ক্যাম্প ফোরে নেমে এসেছিলেন রুম্পা। কিন্তু সুব্রত তখনও নিরাপদ জায়গায় নামতে পারেননি। সাউথ সামিট এবং হিলারি স্টেপের মাঝে কোথাও আটকে ছিলেন তিনি। এর পর শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়।

সুব্রত ঘোষ রানাঘাটের তিন নম্বর ওয়ার্ডের খিড়কিবাগান লেনের বাসিন্দা। বাগদা ব্লকের অন্তর্গত কাপাসাটি মিলনবিথী হাই স্কুলের ইংরেজির শিক্ষক। সুব্রত সম্প্রতি অরুণাচলের গোরিচন শৃঙ্গ জয় করেছিলেন।

Advertisement

এভারেস্ট শৃঙ্গ থেকে খানিকটা নীচে, শৃঙ্গের দক্ষিণ-পূর্ব গা ঘেঁষা অংশটিই হিলারি স্টেপ। ১২ মিটারের ওই বড় পাথুরে অংশটি পেরোনো বেশ কঠিন পর্বতারোহীদের কাছে। ১৯৫৩ সালে স্যর এডমন্ড হিলারি প্রথম ওই অংশটি সফল ভাবে পেরোন এবং এভারেস্ট শৃঙ্গে পা রাখেন। তার পর থেকেই ওই অংশটির নাম হয়েছে ‘হিলারি স্টেপ’। বোধরাজ বলেন, ‘‘সুব্রত ঘোষের দেহ বেসক্যাম্পে নিয়ে আসার চেষ্টা চলছে। ওঁর মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরেই স্পষ্ট হবে।’’

সুব্রতের পাশাপাশি প্রাণ গিয়েছে ফিলিপিন্সের পর্বতারোহী ফিলিপি দুই স্যান্তিয়াগোর। এভারেস্টে ওঠার সময় তাঁর মৃত্যু হয়েছে। নেপালের পর্বতারোহণ সংস্থা জানিয়েছে, স্যান্তিয়াগো ক্যাম্প ফোরে ওঠার পর ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাঁবুতে বিশ্রাম নেওয়ার সময়েই তাঁর মৃত্যু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement