Tangra Case

ট্যাংরা-কাণ্ডে চার্জশিটের প্রতিলিপি দুই ভাইকে

। ধৃত দুই ভাই রয়েছেন জেল হেফাজতে। প্রসূনকে এ দিন আদালতে হাজির করা হয়। তবে পুলিশ সূত্রের খবর, প্রণয় জেল হাসপাতালে ভর্তি থাকায় তাঁকে হাজির করা হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ০৯:২৭
Share:

চার্জশিটের প্রতিলিপি দেওয়া হল অভিযুক্ত দুই ভাই প্রণয় দে এবং প্রসূন দে-কে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ট্যাংরা-কাণ্ডে বৃহস্পতিবার চার্জশিটের প্রতিলিপি দেওয়া হল অভিযুক্ত দুই ভাই প্রণয় দে এবং প্রসূন দে-কে। সম্প্রতি পুলিশ তাঁদের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিয়েছে। এ দিন শিয়ালদহেরঅতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের আদালতে এই মামলার শুনানি ছিল। ধৃত দুই ভাই রয়েছেন জেল হেফাজতে। প্রসূনকে এ দিন আদালতে হাজির করা হয়। তবে পুলিশ সূত্রের খবর, প্রণয় জেল হাসপাতালে ভর্তি থাকায় তাঁকে হাজির করা হয়নি। প্রণয়ের হয়ে চার্জশিটের প্রতিলিপি নেন দে-ভাইদের আইনি সহায়তার আইনজীবী কবিতাসরকার। কবিতা বলেন, ‘‘কোর্ট লক-আপে প্রসূনকে চার্জশিটের প্রতিলিপি দেওয়া হয়েছে। জেলে গিয়ে প্রণয়ের হাতে চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হবে।’’আগামী ১৯ জুন এডিজে (১) কোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন