Calcutta High Court

মিলছে না দু’কোটি, কোর্টে ‘লটারি-বিজয়ী’

বাঁকুড়ার বাসিন্দা ওই ব্যক্তির দাবি, তিনি ২০২৩ সালের মার্চ মাসে নাগাল্যান্ডে অবস্থিত একটি সংস্থার লটারির টিকিট কাটেন। ১৮ মার্চ এক বার তিনি এক কোটি টাকা জেতেন। ২৫ মার্চ ফের এক কোটি টাকা জেতেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ০৫:৫৭
Share:

—প্রতীকী চিত্র।

দাবি, লটারিতে দু’বার কোটি টাকা করে জিতেছেন তিনি। কিন্তু পুরস্কারের টাকা না মেলায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। অভিযোগ, তাঁর প্রাপ্য টাকা দিচ্ছে না নাগাল্যান্ডে অবস্থিত লটারি সংস্থা। সে রাজ্যের সরকারও কিছু করছে না। মঙ্গলবার এই মামলা শোনেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। তবে সুরাহা হয়নি। বিচারপতি সিংহ জানান, এই মামলা শোনার এক্তিয়ার নেই কলকাতা হাই কোর্টের। ওই লটারি সংস্থা নাগাল্যান্ডের, তাই গৌহাটি হাই কোর্টের নাগাল্যান্ড বেঞ্চে এই মামলা করতে হবে।

বাঁকুড়ার বাসিন্দা ওই ব্যক্তির দাবি, তিনি ২০২৩ সালের মার্চ মাসে নাগাল্যান্ডে অবস্থিত একটি সংস্থার লটারির টিকিট কাটেন। ১৮ মার্চ এক বার তিনি এক কোটি টাকা জেতেন। ২৫ মার্চ ফের এক কোটি টাকা জেতেন। তাঁর আইনজীবীর অভিযোগ, কলকাতায় ওই লটারি সংস্থার অফিসে গেলেও টাকা মেলেনি।কলকাতা হাই কোর্ট যেন টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়, সেই আর্জি জানান তিনি।

যদিও ওই ব্যক্তির বিরুদ্ধেই পাল্টা অভিযোগ জানিয়েছেন নাগাল্যান্ড সরকারের কৌঁসুলি। তিনি কোর্টে দাবি করেন, মামলাকারীর বিরুদ্ধে ভুয়ো লটারি টিকিট সংক্রান্ত ফৌজদারি মামলা রয়েছে নাগাল্যান্ডে। তদন্তে উঠে এসেছে, ৬৫ লক্ষ টাকা দিয়ে অন্য এক ব্যক্তির কাছ থেকে লটারির টিকিটগুলি কিনেছিলেন মামলাকারী। কলকাতা হাই কোর্টের এই মামলা শোনার এক্তিয়ার নেই বলেও দাবি করেন নাগাল্যান্ডের কৌঁসুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন