শিশু পাচারে রাজ্যের দায় নিয়ে সোমবার বিধানসভা অধিবেশনে সরকার পক্ষকে চেপে ধরার ছক ছিল বিরোধীদের। কিন্তু তা ভেস্তে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা এ দিন মুখ খোলার আগেই মুখ্যমন্ত্রী শিশু পাচার প্রসঙ্গ তুললেন এবং তা রুখতে একটি বিশেষ তদন্ত কমিটি গড়ে দিলেন। এমনকী, সেখানে রাখলেন বিরোধীদেরও।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘পুলিশের অনেক কাজ। স্বাস্থ্য দফতরেরও বিশাল দায়িত্ব। ম্যালেরিয়া, ডেঙ্গি সামলাতে হচ্ছে। আমরা অনেক কাজে ব্যস্ত থাকি। হয়তো সে জন্য এই সব নজর এড়িয়ে যায়। তাই একটা তদন্ত কমিটি গড়ে দেব, যারা নজরদারিও করবে।’’ ওই কমিটির চেয়ারম্যান এবং আহ্বায়ক হলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিবদের সঙ্গে কমিটির সদস্য হবেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীও। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘কিছু লোক আছে, যারা যে ক্ষমতায় থাকে, তার কাছেই যায়। এরা আগে সিপিএম করত। ২০১২ থেকে এরা বিজেপি করে।’’ তৃণমূলের একাংশের মতে, সম্প্রতি বিজেপি-র চিকিৎসক নেতা দিলীপ ঘোষ শিশু পাচারে অভিযুক্ত হয়ে ধরা পড়েছেন বলেই ওই মন্তব্য করেছেন মমতা। পরে বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ বলেন, ‘‘বিজেপি শিশু পাচার নিয়ে সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন করছে। তাই ভয় পেয়ে মুখ্যমন্ত্রী বিজেপি-কে পাল্টা আক্রমণ করেছেন।’’