Lottery

ঘুরল ভাগ্যের চাকা, রাতারাতি কোটিপতি বড়ঞার টোটোচালক

এক ঝলকে লটারির ফল দেখে বিশ্বাস হয়নি। বার বার তাই মিলিয়ে নেন টিকিটটা। কিন্তু না, কোনও ভুল হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বরঞা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ২২:৩৪
Share:

লটারিতে ১ কোটি টাকা জিতে উচ্ছ্বসিত প্রকাশ বাগদী।—নিজস্ব চিত্র

রাজপথে টোটোর চাকা ঘোরে রোজ। শামুকের গতি সংসারের চাকায়। এ হেন টোটোচালকের ভাগ্যের চাকা ঘুরে গেল এক লহমায়। লটারিতে রাতারাতি ১ কোটি টাকা জিতেছেন মুর্শিদাবাদের বড়ঞার তরুণ প্রকাশ বাগদী।

Advertisement

বড়ঞার কুমরাইয়ের বাসিন্দা প্রকাশ। কৃষক পরিবারের ছেলে প্রকাশের এক সময় লক্ষ্য ছিল সরকারি চাকরি। কিন্তু সেই স্বপ্নপূরণ হয়নি। উচ্চমাধ্যমিকের পরেই পড়াশোনায় জবাব দিয়ে বেরিয়ে পড়তে হয়েছিল টাকা উপায় করতে। সংসারে অসুস্থ বাবা-মা। রয়েছেন স্ত্রী, সন্তান এবং ভাই-ও। তাই একটু বেশি টাকা আয়ের জন্য মাসখানেক আগে একটি টোটো কিনে চালাতে শুরু করেন তিনি। কিন্তু কিছুতেই যেন ‘সোনার কাঠি’র হদিশ পাচ্ছিলেন না বছর ২১-এর প্রকাশ। মাঝে মাঝে লটারি কাটতেন। শনিবারই যেমন জিতেছিলেন ১ হাজার ২০০ টাকা। যদি মোটা টাকা মেলে, এই আশায় রবিবারও ফের লটারি কাটেন।

শেষ পর্যন্ত রবিবার রাতেই ‘দিন’ বদলে গেল প্রকাশের। তিনি জানতে পারেন তাঁর লটারিতে পড়েছে ১ কোটি টাকা। এক ঝলকে লটারির ফল দেখে বিশ্বাস হয়নি। বার বার তাই মিলিয়ে নেন টিকিটটা। কিন্তু না, কোনও ভুল হয়নি।

Advertisement

কী করবেন ১ কোটি টাকা দিয়ে? উত্তরে প্রকাশ বললেন, ‘‘অসুস্থ বাবার চিকিৎসা করাব। কিছু টাকা দুঃস্থদের দান করব। বাকিটা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে রাখব। ওই টাকাটাই এখন আমাদের সকলের ভবিষ্যৎ।’’

প্রকাশের ভাগ্যপ্রকাশের খবরই এখন আশপাশের গ্রামের আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে। কোটিপতিকে এক বার ছুঁয়ে দেখতে তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন