Dating App

দেখা করার নামে ডেকে এনে মারধর

অভিযোগ, আক্রান্তের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পাশাপাশি তাঁকে বিবস্ত্র করে সেই ছবি তুলে রেখে আরও টাকা দাবি করা হয়। পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। ঘটনার তিন দিন পরেও অবশ্য অভিযুক্তেরা অধরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ০৯:১৩
Share:

বেধড়ক মারধরের অভিযোগ উঠল অন্য এক যুবক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। —প্রতীকী চিত্র।

ডেটিং অ্যাপের মাধ্যমে প্রথমে বন্ধুত্ব। এর পরে দেখা করার নামে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল অন্য এক যুবক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। আরও অভিযোগ, আক্রান্তের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পাশাপাশি তাঁকে বিবস্ত্র করে সেই ছবি তুলে রেখে আরও টাকা দাবি করা হয়। পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। ঘটনার তিন দিন পরেও অবশ্য অভিযুক্তেরা অধরা।

পুলিশ জানায়, অভিযোগকারী যুবক দাবি করেছেন, একটি ডেটিং অ্যাপে অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয়। মোবাইলে দু’জনের মধ্যে কয়েক দিন কথাও হয়। অভিযোগকারী যুবকের দাবি, অভিযুক্ত যুবক তার সঙ্গে দেখা করার জন্য জোর করছিল। তাতে তিনি রাজি হয়ে যান। গত সোমবার অভিযোগকারী যুবক বালিগঞ্জ স্টেশনে গিয়ে অভিযুক্তের সঙ্গে দেখা করেন। তাঁর অভিযোগ, অভিযুক্ত যুবক তাঁকে তার বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে পাটুলিতে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে অভিযুক্তের সঙ্গে আরও ১০-১৫ জন যোগ দেয়। সবাই ঘিরে ধরে তাঁকে বিবস্ত্র করে এবং সেই মুহূর্তের ছবি তুলে রাখে। যুবকের টাকা, মোবাইল কেড়ে নেওয়া হয়। আরও টাকা না দিলে বিবস্ত্র ছবি ভাইরাল করে দেওয়ার ভয়ও দেখানো হয় তাঁকে। সেই সঙ্গে চলে বেধড়ক মার। কোনও মতে ওই যুবক বেরিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার পিছনে কোনও দুষ্কৃতী চক্র থাকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন