State news

বোনকে দেখে অশ্লীল মন্তব্য, প্রতিবাদ করে মার খেল দাদা

শুক্রবার রাতে বোনকে নিয়ে সাইকেলে বাড়ি ফেরার সময় লালকুঠি উড়ালপুল থেকে নামার পরই একটি বাইক তাদের পিছু নিতে শুরু করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৭ ১৪:১০
Share:

প্রতীকী ছবি।

বোনের প্রতি অভব্য মন্তব্যের প্রতিবাদ করে মার খেল দাদা। শুক্রবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে টিটাগড় থানা এলাকার মসজিদ মোড়ে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দাদা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছে। তাদের বাবা একজন পুলিশ কর্মী। তিনি আরামবাগ ট্রাফিক পুলিশের কর্মী। তার বোন দশম শ্রেনিতে পরে। টিউশন থেকে ফেরার সময় বিশ্বজিৎ রোজই তার বোনকে আনতে যায়। শুক্রবার রাতে বোনকে নিয়ে সাইকেলে বাড়ি ফেরার সময় লালকুঠি উড়ালপুল থেকে নামার পরই একটি বাইক তাদের পিছু নিতে শুরু করে। ওই বাইকে তিনজন যুবক ছিল বলে বিশ্বজিৎ পুলিশকে জানিয়েছে। তারা তার বোনের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করছিল। কিছুটা এগিয়ে গিয়ে মসজিদ মোড়ে পৌঁছলে আরও বাড়াবাড়ি শুরু করে দেয় তারা। এর পরই বিশ্বজিৎ সাইকেল থেকে নেমে এই ঘটনার প্রতিবাদ করে। বাইক দাঁড় করিয়ে ওই তিন যুবকও নামে। বিশ্বজিতের সঙ্গে বচসা চলাকালীন এক যুবক আচমকাই বিশ্বজিৎকে মারধর শুরু করে। তার নাক ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: ধর্ষক দাদা, গুজরাতে কন্যা সন্তানের জন্ম দিল বোন

Advertisement

বিশ্বজিৎ ও তার বোনের চিৎকারে আশেপাশে লোক ছুটে এলে বাইক ফেলে রেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা। বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। খোঁজ শুরু হয়েছে অভিযুক্তদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement