হাসপাতাল থেকে ছুটি অভিষেকের

আজ, মঙ্গলবার বাড়িতেই বোনেদের কাছ থেকে ফোঁটা নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে তৃণমূল সাংসদকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০৩:৫০
Share:

বাড়ির পথে। হাসপাতাল থেকে বেরোচ্ছেন অভিষেক। ছবি: সুমন বল্লভ

আজ, মঙ্গলবার বাড়িতেই বোনেদের কাছ থেকে ফোঁটা নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে তৃণমূল সাংসদকে।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, এ দিন থেকে অভিষেককে ঘরের মধ্যেই হাঁটাহাঁটির অনুমতি দেওয়া হয়েছে। স্বাভাবিক খাবারও দেওয়া হচ্ছে তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও কয়েক দিন বাড়িতে বিশ্রামে থাকতে হবে অভিষেককে। গত ১৮ অক্টোবর মুর্শিদাবাদের কর্মিসভা থেকে ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পড়েছিলেন অভিষেক। তাঁর বাঁ চোখে আঘাত লাগে। অক্ষিগোলকের হাড়টিও ভেঙে যায়। অস্ত্রোপচারের কথা তখনই জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু সাংসদের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল না করে সেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না তাঁরা। চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে ১১ জনের একটি দল অভিষেকের চিকিৎসার দায়িত্বে ছিলেন। গত মঙ্গলবার দুপুরে দু’দফায় প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চোখে অস্ত্রোপচার হয় অভিষেকের। তার পরে টানা কয়েক দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement