Abhishek Banerjee

প্রয়োজনে বাজার করে দিন: অভিষেক

এ দিন আরও এক বার সবাইকে বলে দেওয়া হয়, রেশন বিলি-বণ্টনে কোনও স্তরে কেউ যেন দলীয় হস্তক্ষেপ না করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০২০ ০৩:১৬
Share:

যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

করোনা এবং আমপান ঘিরে রাজ্য জুড়ে যে সঙ্কটের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একেবারে তৃণমূল স্তরে গিয়ে কাজ করার নির্দেশ দিল যুব তৃণমূল। সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাজ্য থেকে নীচের স্তর পর্যন্ত প্রায় ১২০০ যুব পদাধিকারীর সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন। সেখানেই তিনি যুব কর্মীদের বলেন, ‘‘এলাকায় মানুষের সঙ্গে থেকে প্রয়োজনে তাঁদের বাজার করে দিতে হবে।’’ এ দিন আরও এক বার সবাইকে বলে দেওয়া হয়, রেশন বিলি-বণ্টনে কোনও স্তরে কেউ যেন দলীয় হস্তক্ষেপ না করেন। যা করার সবটাই হবে সরকারি পর্যায়ে।

Advertisement

এ দিনের বৈঠকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীও ছিলেন। তবে বক্তৃতা মূলত যুব সভাপতিই করেন। সেখানে তিনি বলেন, ‘‘প্রতিটি বুথে অন্তত ১০টি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যুব সংগঠনকে। ওই পরিবারগুলির দৈনন্দিন প্রয়োজনে সাধ্যমতো পাশে দাঁড়াতে হবে। কার ওষুধ বা চিকিৎসা প্রয়োজন, সে সবও খোঁজ করে আপনারা সাহায্য পৌঁছে দেবেন।’’ পর্যবেক্ষকদের মতে, আগামী নির্বাচনের দিকে তাকিয়ে যুব সংগঠনকে এ ভাবেই সক্রিয় করে তোলার কৌশল নিয়েছে তৃণমূল। এর আগে ভোটকুশলী প্রশান্ত কিশোর দলীয় বিধায়কদের বৈঠকে পরামর্শ দেন, মানুষ যেন আক্ষরিক অর্থেই বুঝতে পারেন, তাঁরা তাঁদের পাশে আছেন। এটাই হবে নির্বাচনী প্রস্তুতির ভিত্তি। এ দিন যুব তৃণমূলের বৈঠকে সেই বার্তাই দেওয়া হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন