আমডাঙায় অভিষেকের হুঙ্কার

পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে রক্তাক্ত আমডাঙায় এ বার তিনি তৃণমূলের দায়িত্ব নিচ্ছেন বলে ঘোষণা করলেন দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২০
Share:

দুর্ঘটনা থেকে বাঁচলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার যশোর রোড ধরে আমডাঙার পথে মধ্যমগ্রাম চৌমাথা ছাড়াতেই রাস্তার পাশ থেকে বিশাল একটি ফ্লেক্স ছিঁড়ে এসে পড়ে অভিষেকের গাড়ির সামনে। ঢেকে যায় সামনের কাচ। কোনও মতে ব্রেক কষে গাড়ি থামান চালক। ছবি: সজল চট্টোপাধ্যায়

পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে রক্তাক্ত আমডাঙায় এ বার তিনি তৃণমূলের দায়িত্ব নিচ্ছেন বলে ঘোষণা করলেন দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বোর্ড দখলের লড়াইয়ে আমডাঙার বইচগাছিতে তৃণমূলের দু’জন এবং সিপিএমের এক জন নিহত হয়েছেন। বস্তা বস্তা বোমা-গুলি উদ্ধার হয়েছে সেখান থেকে। শাসক-বিরোধীর গোলমালে আমডাঙার তারাবেড়িয়া, বোদাই ও মরিচা তিনটে পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত রয়েছে। বৃহস্পতিবার সেই বইচগাছিতে সভা করে বাম ও বিজেপির দিকে আঙুল তুলে অভিষেক বলেন, ‘‘প্রতিহত কীভাবে করতে হয়, আগামী দিনে দেখে নেবেন। কত ধানে কত চাল, মাঠে-ময়দানে লড়াই করে বুঝে নেব।’’

তাঁর দাবি, ‘‘গণতান্ত্রিক ভাবে আমডাঙা দখল করব, কথা দিচ্ছি।’’ না পারলে আর সেখানে তিনি যাবেন না বলেও ঘোষণা করেছেন অভিষেক। তিনি বলেন, ‘‘তিনটে পঞ্চায়েতে ছাইপাঁশের মতো সিপিএম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওদের ঝেঁটিয়ে গঙ্গার জলে ফেলে দিন। সিপিএম-বিজেপি দশ শতাংশ মানুষকেও রাস্তায় নামিয়ে দেখাক, কথা দিলাম তাহলে আমডাঙার মাটিতে আর পা রাখব না।’’

Advertisement

আমডাঙার ঘটনার পর থেকে ফেরার সিপিএম নেতা জাকির বুল্লুককে খুঁজে বার করা হবে বলে অভিষেক জানান। তাঁর হুমকি, ‘‘জাকির বুল্লুক বাংলার যে প্রান্তেই মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাক, খুঁজে বার করবই। সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমরা পারলে তাকে ঠেকান।’’ বিরোধী এই দলগুলি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘করুণা’য় পার পেয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন অভিষেক। তাঁর হুঁশিয়ারি, ‘‘মুখ্যমন্ত্রী বারণ করেছেন তাই। না হলে এক সপ্তাহ লাগত। রাস্তায় তৃণমূল কর্মীরা বুঝে নিত।’’ উত্তর ২৪ পরগনায় তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকও বলেন, ‘‘বিরোধীরা যারা তৃণমূলে যোগ দিতে চান, নেওয়া হবে। একটা হার্মাদকেও ছাড়া হবে না।’’

অভিষেক আমডাঙার দায়িত্ব নিচ্ছেন শুনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘পুরুলিয়ায় অভিষেক দায়িত্বে রয়েছেন। সেখানে তিনি কী ভাবে সন্ত্রাস সৃষ্টি করছেন, দেখছি। আমডাঙায় তৃণমূল বোমা-বন্দুক ঢোকাচ্ছে।’’ তাঁর বক্তব্য, পুলিশের সাহায্য নিয়ে পঞ্চায়েত নির্বাচন করেও তৃণমূল বিজেপিকে সব জায়গায় রুখতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘‘ঘরের কাছে সেতু ভেঙে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ভাইপো যাননি। আমডাঙায় গিয়ে অভিযুক্ত সমাজবিরোধীদের সঙ্গে নিয়ে যা বলে এলেন, তাতে গরিব মানুষের বিরুদ্ধে রাষ্ট্রের মদতে সন্ত্রাস আরও বাড়বে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন